জ্বলদর্চি

নির্মাল্য মুখোপাধ্যায় ও অজিত মিশ্র-র কবিতা

নির্মাল্য মুখোপাধ্যায় ও অজিত মিশ্র-র কবিতা

নির্মাল্য মুখোপাধ্যায়
আকাঙ্ক্ষা

কেউ যায়। কেউ কেউ একেবারে যায়। ফেরে না।
গিয়ে চুপ করে একা বসে থাকে। নির্জন কিনারে।
দু টাকার পাড়ানি— মাঝিকে মাঝজলে স্থির হতে বলে।
জল কত জল, ঢেউ, স্রোত দেখে বিস্ময়ে।
সময় পেরিয়ে এইবেলা সূর্য এল।
আঁধার, শুরু হল চলা! জোনাকি
মাথায় ঘাসে, পাতার ভিতর
কেমন অপেক্ষা 
চৌকাঠে শুধু একটি কুকুর, কানা চোখ 

সারাদিন থুতনি নামিয়ে, জুলজুল, চেয়ে  থাকে

অজিত মিশ্র
পাপীয়সী তোকে 

সবটাই তো 'না' হয় না
সমান সমান ম্যাটার অ্যান্টিম্যাটার ঘাঁটলে 
শূন্যের বদলে খানিকটা ম্যাটার থেকেই যায়

অঙ্কের ভুল বলো, কারও চেতনার কারসাজিই বলো 
সেই একটুখানি ম্যাটারেই এত বিপুল ব্রহ্মাণ্ড

একটুখানি আলোর রেখা থেকেই তো অন্ধকারকে চেনা

অন্ধকারের সিঁড়িতে দাঁড়িয়ে এই যে একটু হ্যাঁ-এর দোলন 
দুলে উঠল তোর চুলের গোছায়

তাতেই দ্যাখ কেমন ভেঙে যাচ্ছে শব্দের আলসেমি 
জেগে উঠছে সাদা পৃষ্ঠার শস্যক্ষেত
বেঁচে থাকার লোকপুরাণ

🍂

Post a Comment

0 Comments