জ্বলদর্চি

২১ তম পর্ব /প্রেমকাব্য /মঙ্গলপ্রসাদ মাইতি

২১ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

   বার বার আমি হেরে যাই তোমার কাছে, আরও হারতে ইচ্ছে করে। হারাতেও যে নিবিড় সুখ আছে, অনাবিল আনন্দ আছে তোমার কাছে হেরেই তার সম্যক মাধুর্য অনুধাবন করি। আমার মনে হয় তোমার কাছে হারাটা যেন আমার হারা নয়, এ আমার জয়, কেবলই জয়। কতবার জেদ চেপেছে তোমার কাছে এবারে জয়ী হ’বই, কিন্তু আশ্চর্য তোমার সান্নিধ্যে এসেই সে জেদ কোথায় উধাও হয়ে যায়,- যখন সম্বিত ফেরে তখন দেখি আমি ঠিক হেরে বসে আছি। দীনতা নয়- এ হার যেন আমার কাছে মধুর হার। এই হার আমার হৃদয়ে খুশির জোয়ার এনে দেয়, বুকের গভীরে সোনা রোদের স্বপ্ন জাগায়। 
   কষ্ট ছিল, বাধা ছিল, হাজার বাহানাও দেখাতে পারতে, কিংবা কোনো অজুহাতও খাড়া করতে পারতে-কিন্তু তুমি তার কোনটাই করোনি, সব বাধা ঠেলে-সব কষ্ট সয়েও তুমি ঠিক এলে আমার কাছে-একটিবারের জন্য হলেও দেখা দিয়ে গেলে, তোমার মধুর পরশটুকু দিয়ে গেলে, আমার আবদার মিটিয়ে গেলে, আমার তৃষিত অন্তর ভিজিয়ে গেলে–এই নাহলে প্রেম, এই না হলে ভালোবাসা!এক এক সময় মনে হয় এই যে তুমি- অন্য কারুর না, তোমার যা কিছু সব সৃষ্টি সে বুঝি আমার জন্যেই। আমি যা চাই তুমি তা অকাতরে আমাকে দাও, লাজুক হাসি হেসে হৃদয়ে আমার তুলে দাও, এখন মনে হয় আমি তোমার ছায়াসঙ্গী নই, তুমিই আমার ছায়াসঙ্গী। এক একটা দিন এমনই আসে যেদিন সবকিছু পাওয়া হয়, পাওয়া হয়ে যায়, যে স্বপ্নগুলো মনের গহনে সযত্নে লালন করে এসেছি সেগুলো ধরা দেয় সম্পূর্ণ হাতের মুঠোয়। মেঘ চাইলে মেঘ চলে আসে, জলভরা স্নিগ্ধ-শীতল মেঘ, বৃষ্টি চাইলে বৃষ্টি, ঝিরঝিরে মাতাল করা বৃষ্টি যা প্রাণ ভরিয়ে দেয়। রামধনু দেখতে চাইলে-রামধনু উদিত হয় আকাশপারে, বাদলবেলার কদম ফুল ফুটে ওঠে, মেঘলা হাওয়ার গান বাজতে থাকে চতুর্দিকে, জুঁই-চামেলির গন্ধে আমোদিত হয় আকাশ-বাতাস, রূপ রস গন্ধ নিয়ে ভালোবাসা এসে ছুঁয়ে যায়-সেই ভালোবাসা যাকে নিয়ে রচিত আমার এক গুচ্ছ প্রেমের কবিতা,এক গুচ্ছ কেন – হাজার বা তারও অনেক অনেক বেশি। এক একটা দিন সত্যিই মধুময় হয়ে ওঠে যা হৃদয়ের অলিন্দে আলোর দাগ রেখে যায় চিরকালের জন্যে। তোমার ভালোবাসায় এই পৃথিবী সুখ আছে, যার ছোঁয়া পেলে বুকজোড়া গর্বে ভরে ওঠে। তোমার প্রেমের মাঝে এক সমুদ্র আলো আছে যার আবেশ ঘন মায়া সকাল দুপুর সাঁঝে আমাকে আনন্দ দেয়। তোমার প্রণয় এতটাই ঘন যেন ভরা নীল আকাশ, সাতটি রঙের সমন্বয়ে আমাকে মুক্ত করে দেয়। তোমার ভালোবাসা আছে হাজার ফুলের ঘ্রাণ, যার অমলিন গন্ধ-সুধা আমার প্রাণকে আকুল করে দেয়। তোমার প্রেমের মিষ্টতার মতোই তোমার কোমল অঙ্গের পরশখানিও ভারি মিষ্টি, বড়ো চমত্কাণর, সুন্দর। একবার সে ছোঁয়া পেলে বারবার ছুঁতে ইচ্ছে করে, তোমাকে কাছে পাওয়ার তীব্র বাসনা জাগে। তোমার প্রেমের দীপ্তিখানি যেমন সূর্যের অমলসুধা, তেমনই তোমার দেহের লাবণ্য অপরূপ শিল্প-সুষমা। তোমার মাখন নরম শরীরের পেলবতা আমার হৃদয়ে উত্তাপ এনে দেয়, তার স্পর্শানুভূতিতে অন্তর ভরে যায় আমার। তোমার প্রেমের সুরভি-সুবাস আমাকে ঋদ্ধ করে যেমন, তেমনই তোমার শরীরের পুষ্পিত গন্ধ, তার লালিমা অনেক সুখে আমাকে সুখী করে, আমাকে তৃপ্ত করে। তোমার প্রেম-তোমার শরীর মিলেমিশে একাকার আজ আমার কাছে।
   আমার মনের একাকী অরণ্যে কখন যে তুমি ঠিক এসে পড়ো – আমার আর একা থাকা হয় না। আমার নি:সঙ্গতার প্রহর গঙ্গার জলে ভেসে যায় তোমার সবুজ আগমনে। তোমার আগমনে অদ্ভুত এক আয়োজন অনুভব করি আমার চারপাশে, আমার ভুবন চত্বর ভরে যায় ফুলে ফুলে, বসন্তের কোকিল ডাকে, সবুজের সমারোহে সারা দিক-দিগন্ত পল্লবিত হতে থাকে, পাখিরা উড়ে যায় রোদ্দুরে পাখনা মেলে, সোনালি সূর্যের হাসিতে ঝলমল করে চারদিক, আমার একাকীত্বের আঙিনায় এমনই এক দোসর হয়ে তুমি আসো – আমি কেবলই ছটপটকরতে থাকি, কখন আসবে তুমি। কিন্তু এমনই আশ্চর্যের ব্যাপার আমার এই প্রাণের উন্মাদনার টেরই হয়তো তুমি পাও না, তুমি আমার কাছে আসো-প্রণয়লীলায় আমাকে সঙ্গসুখ দাও, কিন্তু কীভাবে আসো-তা তুমিই জানো না।
   বাইরের ধুলোবালি আমার শরীরে লাগুক তুমি চাওনি কখনো, আমার হৃদয় কাঁটার ঘায়ে ক্ষতবিক্ষত হোক তুমি চাওনি কখনো,- তুমি চাওনি কখনো আমার মনের ঘরে বেদনার ঝড় বয়ে যাক। সময়ের কঠিন তাপ থেকে সর্বক্ষণ তুমি আমাকে সরিয়ে রাখতে চেয়েছ, চেয়েছ আমাকে বুক আগলে রক্ষা করতে; এতো আর কিছু নয় – একেই তো বলে...সত্যিকারের ভালোবাসা। 

🍂

21st Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya


Over and over again, I lose to you, wanting to lose more.  I feel the sweetness that comes with losing happiness, the immense happiness that is lost.  I think losing to you is not my defeat, this is my victory, the only victory.  How many times has Jed pressed you to win this time, but you wonder where Jed has disappeared when he comes to you - when I look back I see that I am losing.  Not humility - this rate is like a honey rate to me.  This rate brings a tide of happiness to my heart, a dream of gold sunshine deep in the chest.
There was trouble, there were obstacles, you could show a thousand excuses, or even make any excuses — but you didn't do any of that, pushing all the obstacles — you came to me, despite all the troubles — once you showed up, your sweetheart passed away,  Once my abdomen is cleared, my thirsty heart gets wet - otherwise love, if not love! At one time it seems that you - not anyone else's, whatever your creation is.  For my servant.  You give me what I want in secret, with a shy smile, and lift me up in my heart, now I feel that I am not your shadow, you are my shadow.  One day comes the day when everything is available, it is found, the dreams that I have cherished in the jewel of the mind are caught in the hands of the whole.  If you want a cloud, the cloud comes, the cool, cool clouds, the rain, the drunken rain that drains your life.  If you want to see the rainbow - the rainbow rises in the sky, the saddle blooms blossom, the breeze of the cloudy wind plays around, the smell of jasmine-jasmine is attracted to the sky-air, the smell of the juice and the love of the love is the one I love.  Poetry, why a bunch - a thousand or so many more.  One day one becomes truly honeyed, leaving behind a spot of light in the heart of the heart forever.  There is happiness in this world in your love, whose touch is filled with pride in the book.  There is a sea light in the midst of your love whose observance delights me at dusk.  Your romance is so dense that the blue skies fill me with seven colors.  You love the scent of a thousand flowers, whose unpleasant odor makes my life overwhelming.  The sweetness of your tender limbs is just as sweet as your love, sweet, big, beautiful.  Once he touches her, he wants to touch her again, waking up to you.  The luminosity of your love is as beautiful as the sun, so is the beauty of your body.
The warmth of your butter softly warms my heart, filling my heart with my touch.  The aroma of your love engulfs me, as does the floral odor of your body, its saliva much happily Make me happy, make me happy.  Your love-your body is united to me today.
 When you come right into the lonely forest of my mind - I am no longer alone.  The guards of my innocence float in the water of the Ganges at your green arrival.  At your arrival I feel a strange arrangement all around me, my wandering quarters fill in swells, call the spring cockeys, all the horizons flush in the horizon of green, the birds fly in the sunlight, the golden sun shines in the light of the sun,  Come along for a second - I'm just stumbling, when will you come.  But such a wonder you may not find the terrors of my life, you come to me -Come to me in love, but you do not know how to come.
Outside the dustbone in my body you never wanted, my heart hurt in the bruise you never wanted, - You never wanted to cause a storm of pain in my mind's room.  You have always kept me from the difficult heat of the time, wanting to protect me in the chest;  That's not all - that's what it is ... true love.

Post a Comment

0 Comments