জ্বলদর্চি

৪০ তম পর্ব/প্রেমকাব্য/মঙ্গলপ্রসাদ মাইতি

৪০ তম পর্ব
প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি

তুমি সুন্দর বলেই তোমাকে আমার ভালোবাসা, তোমার প্রতি এত টান- তীব্র আকুলতা। তুমি সুন্দর বলেই তোমাকে ঘিরে আমার স্বপ্ন যত, যত ভাবনা তোমাকে নিয়ে-আমার জীবনাকাশে করেছি তোমায় প্রেমের ধ্রুবতারা। তুমি সুন্দর বলেই প্রতিনিয়ত তোমাকে দেখার লোভ, তোমার শরীরের প্রতিটি ভাঁজের থেকে সৌন্দর্য খোঁজার ব্যাকুল প্রয়াস। তুমি সুন্দর বলেই তোমার পানে বারবার ধাবিত হই, সব ফেলে তোমার দ্বারে গিয়ে বারবার হাজির হই আমার ভালোবাসার ডালি নিয়ে, নিবিড় বাঁধনে বেঁধে রাখার ইচ্ছা প্রকাশ করি। তুমি এতটাই সুন্দর তোমাকে দেখলে আমার হৃদয় মাতাল হয়, অন্তরমাঝে তীব্র উন্মাদনা জাগে, সাধ জাগে এই তোমাকে নিয়ে ভালোবাসার আনন্দ-লোকে হারিয়ে যাই। জেনো, এই ভালোলাগা নিছকই ভালোলাগা নয়, এই ভালোলাগা চরম সত্যকে জানার চেষ্টা, সুন্দরকে ছোঁয়া, তার কাছাকাছি হবার সুবিপুল প্রয়াস। এই ভালোলাগা ছুঁয়ে আছে আমার ভালোবাসা, জড়িয়ে আছে আমার অন্তরের গভীর আবেগ, আছে হৃদয়ের আকুল করা প্রেম। আমার মনে হয়, তুমি হলে সেই সুন্দর যাকে এতকাল খুঁজে বেড়িয়েছি, ঘুমঘোরে এতকাল যার স্বপ্ন আমি দেখেছি, আমার দু’চোখ যাকে ঘিরে নিশিদিন ছবি দেখে গেছে। তোমার মুখচ্ছবির মধ্যে আশ্চর্য এক সৌন্দর্য খেলা করে, সেই সৌন্দর্য আমাকে দুর্নিবার আকর্ষণে টানে। মনে হয় তোমার যাবতীয় সৌন্দর্য – সে বুঝি আমার জন্যই সৃষ্টি। তাইতো দূরে দূরে থাকতে পারি না, তোমাকে আমার বুকের মধ্যে টেনে নিতে সাধ জাগে। ইচ্ছে করে তোমার ওই পাগল করা সৌন্দর্যের আলোকছটায় নিজেকে আলোকিত করে নিই। 

   রোজ সকালে সূর্যটাকে উঠে আসতে দেখি, আমার পুবের জানলা বেয়ে সে উঠে আসে – স্বমহিমায়, স্ব-দীপ্তিতে। বাঁশবনের ছায়াঘন মাথা ছুঁয়ে সে তার আলোর বিচ্ছুরণ ঘটায়, ভোরের আকাশটাকে রঙে রঙে অপূর্ব রঙিন করে তোলে। ভারি মিষ্টি লাগে সকালের এই রাঙা সূর্যটাকে – চোখ-হৃদয়-মন সব জুড়িয়ে যায় তার অপরূপ দ্যুতির ছটায়। তুমি যখন আমার কাছে আসো তোমাকেও ঠিক তখন ওই সূর্যটার মতোই মনে হয়। তোমার চোখের আলো, মুখের হাসি, রূপের ঝলক, অনবদ্য সৌন্দর্যলালিমা আমার প্রাণ-মনকে ভরিয়ে দেয়, হৃদয়ে গভীর তৃপ্তি এনে দেয়, অনাবিল স্বপ্নে স্বপ্নাবিষ্ট করে। সূর্যটাকে যতই ভালো লাগুক সে ধরা ছোঁয়ার বাইরে, কিন্তু তোমাকে আমি ছুঁতে পারি, ইচ্ছে জাগলে বুকের উষ্ণতাটুকুও নিতে পারি, সঘন আনন্দে ভেসে যেতে তোমার হাতে হাত রেখে। আর এইখানেতেই তুমি এগিয়ে, সূর্যের থেকেও প্রিয়তম, সুন্দরতম আমার কাছে। 
   তুমি এলে – সূর্যমুখী ফুলের অপরূপ লাবণ্য ছড়িয়ে পড়ল আমার ঘরে, রৌদ্রের খরতাপ কেড়ে নিতে পারেনি তোমার মুখের হাসি, তোমার অমল শোভা নিয়েই তুমি ছিলে দেদীপ্যমান। তোমার এই মধুর রূপে আমি বারবার মুগ্ধ হয়েছি, এখনো সেই মুগ্ধতাতেই ছেয়ে রাখে আমাকে। যত দিন যায়, বছর-মাস পেরোয় – তুমি সেই একইভাবে
আমার মনের মণিকোঠায় দীপ্তি ছড়িয়ে যাও। আসলে এ তো ভালোবাসার দ্যুতি, তাই এতে মরচে ধরে ধরে না-চিরসুন্দর হয়ে চিরটাকাল বুকের ভিতর দোলা দিয়ে যায়, হৃদয়ে ফুল ফোটায় সূর্যমুখী ফুল। 
   এক অনুপম মাধুর্য খেলা করে তোমার ভালোবাসায়, এক স্বর্গীয় সুষমার বিচ্ছুরণ ছড়িয়ে পড়ে তোমার প্রেমে। তোমার চেয়ে দেখায়, তোমার কথা বলায়, তোমার হাসায়, তোমার পথ চলায়–সবেতেই এক মায়াঘন লালিমা-আমি মুগ্ধ না হয়ে পারি না। আলোর মতো তুমি আমাকে ছুঁয়ে যাও, আমার হৃদয়কে নাড়িয়ে যাও, আমার অন্তরকে দুলিয়ে যাও। তোমার প্রেমের অপরূপ লাবণ্য মাধুরী আমার প্রাণেতে বইয়ে দেয়  স্নিগ্ধ-শীতল বাতাস, সুখের জোয়ারে অবগাহন করিয়ে তবে ছাড়ে।আজ আমি তোমার প্রেমে বিভোর, তোমারই স্বপ্নে মগ্ন থাকি সারাটাক্ষণ, তোমার অনবদ্য প্রেমসুধা আমাকে তৃপ্ত করে, চিত্তে প্রশান্তি আনে, তপ্ত আকাশে মেঘছায়ার মতো। 
   আমার স্বপ্নে দেখা নদীটা-যা আমার কাছে একান্তই প্রাণের নদী – তাকে ছুঁয়ে দেখার সুযোগ ঘটল আজ। আর তাকে ছোঁয়ার পর বুকের গভীরে যে আনন্দের ঢেউ খেলে বেড়াচ্ছে তাকে তোমার কাছে উপস্থাপন করার মতো ভাষাই খুঁজে পাচ্ছি না যেন। এ সুখ, এ আনন্দ এতটাই ভালোলাগার, এতটাই তৃপ্তির-কোনো বর্ণনাতেই বর্ণনার নয়, এ আনন্দ-এ খুশি আশ্চর্যভাবে সুন্দর, রমণীয়-অনুপম মাধুর্যে মাধুর্যমণ্ডিত। কী কমনীয়-নমনীয় এই নদীর স্রোত –একবার ছুঁয়েই মনে হল বারবার ছুঁই, নব উন্মাদনা নিয়ে ঝাঁপিয়ে পড়ি, মাতালের মতো ওই স্রোতে অবগাহন করি-হারিয়ে যাই পরম কাঙ্ক্ষিত ভালোবাসার রাজ্যে।

🍂

40th Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity 
Translated
By 
Chandan Bhattacharya

My love for you because you are beautiful, so much attraction towards you - intense longing.  As beautiful as my dreams surround you because you are beautiful, as much as I have thought about you - the poles of love in the sky of my life.  The greed to see you all the time because you are beautiful, the desperate attempt to find beauty from every fold of your body.  I rush to your drink again and again because you are beautiful, I leave everything and come to your door again and again with my gift of love, I express my desire to keep you in a tight bond.  When I see you so beautiful, my heart gets drunk, intense insanity awakens in my heart, sadha wakes up, the joy of loving you is lost.  Zeno, this love is not just love, this love is an attempt to know the ultimate truth, to touch the beautiful, to be close to her.  There is my love that touches this love, there is deep emotion in my heart, there is love that yearns for the heart.  I think you are the beautiful one I have been looking for so far, the one I have dreamed of so far in my sleep, the one I have seen around my eyes day and night.  Surprise plays a beauty in your face, that beauty attracts me irresistibly.  I think all your beauty - she understands creation for me.  That's why I can't stay far away, I want to pull you in my chest.  I want to enlighten myself in the light of that crazy beauty of yours.

    Every morning I see the sun rise, it rises through the window of my pub - in its own glory, in its own radiance.  Touching the shady head of the bamboo forest, he radiates his light, making the morning sky wonderfully colorful.  This red sun of the morning feels very sweet - the eyes-heart-mind are all enveloped by its magnificent radiance.  When you come to me, you feel just like that sun.  The light of your eyes, the smile on your face, the gleam of form, the impeccable beauty fills my soul and mind, brings deep satisfaction in my heart, fills me with endless dreams.  No matter how much I like the sun, it is out of reach, but I can touch you, I can take the warmth of my chest when I wake up, I put my hand in your hand to float away in intense joy.  And this is where you are ahead, dearer than the sun, most beautiful to me.
    When you came - the wonderful beauty of sunflowers spread in my house, the heat of the sun could not take away the smile on your face, you were radiant with your beautiful beauty.  I have been fascinated by your sweetness over and over again, yet that fascination still haunts me.  As the days go by, the years go by - you are the same
 Spread the glow in the jewel of my mind.  In fact, this is the splendor of love, so it does not rust, it becomes beautiful and sways inside the chest forever, sunflower blossoms in the heart.
    In your love by playing an incomparable sweetness, the scattering of a heavenly balance spreads in your love.  Looks at you, speaks to you, laughs at you, walks your path barely an enchanting redness I can't help but be fascinated.  You touch me like light, shake my heart, shake my heart.  The sweetness of your love, sweetness, gives me a soft-cool air in my soul, soaking me in the tide of happiness, but it leaves me.
    Today I had the opportunity to touch the river of my dreams - which is the river of my life.  And I can't find the language to present to you the wave of joy that is playing deep in my chest after touching him.  This happiness, this joy, so much love, so much contentment - not to be described in any description, in this joy - happiness is surprisingly beautiful, beautiful - incomparable sweetness.  What a charming-flexible current of this river - once touched, it seems to touch again and again, jump with new insanity, bathe in that current like a drunk - get lost in the state of absolute desired love.

Post a Comment

0 Comments