প্রেমকাব্য
মঙ্গলপ্রসাদ মাইতি
তোমার হৃদয়ের উষ্ণতাটুকু পেতে চাই, শতকরা একশো ভাগেরও বেশি করে পেতে চাই, আর তা পেলে জানবে আমি সুখী হয়েছি, আমি তৃপ্ত হয়েছি। তোমার হৃদয়ের উষ্ণতায় এক আশ্চর্য মাদকতা আছে, এক অভিনব রমনীয়তা আছে, এক অপূর্ব ভালোলাগা আছে- তাই তার স্পর্শটুকু পেলে অন্তর আমার অনাবিল আনন্দে নেচে ওঠে, দুলে উঠে।তোমার হৃদয়ের উষ্ণতায় ফুলের নম্রতা আছে, চাঁদের স্নিগ্ধতা আছে, সাগরের গভীরতা আছে, আকাশের বিরাটত্ব আছে, প্রেমের উচ্ছলতা আছে, ভালোবাসার মাধুর্য আছে। তোমার হৃদয়ের উষ্ণতা আমার কাছে স্বপ্নলোকের খোলা বাতাস। তুমি কী জানো তোমার বুকেও উত্তাপ আছে? ভালোবাসার উত্তাপ; যে উত্তাপ ফুল ফোটায়, মনের কন্দরে ফাগুন বাতাস আনে, হৃদয়ে প্রত্যয়ের আগুন জ্বালে। ওই উত্তাপের আঁচে অসুরও সুর হয়, শক্তিহীন শক্তি লাভ করে, স্বপ্নহীনার চোখে জ্বলে স্বপ্নের রঙমশাল। তুমি জানো বা না জানো, বোঝ বা না বোঝ – আমি জানি তোমার বুকে ওই ভালোবাসার উত্তাপটুকু আছে;নইলে তুমি এত সুন্দর হতে না, এতখানি উদার-ঐশ্বর্যশীলা হতে পারতে না।
জানো, এক এক দিন ভালোবাসা নিজের থেকে এসে আমার সাথে ঘর করে যায়, যা কিছু তুচ্ছতা-মলিনতার উর্ধ্বে উঠে প্রতিস্থাপন করে যায় চিরস্থায়ী ঘট, জ্বেলে রেখে যায় তার অনির্বাণ দীপশিখা। এই অমলিন ভালোবাসার ছোঁয়া হৃদয়ের পরতে পরতে খুশির শয্যা রচনা করে, চোখের দু’টি তারায় নির্মাণ করে আরো বহুযুগ-বহুকাল বেঁচে থাকার অমোঘ স্বপ্নমালা। এভাবেই এক এক দিন ভালোবাসা এসে বুকের গভীরে বাজিয়ে যায় চিরকালীন সঙ্গীতের সুর – সাময়িক বেদনা – বিচ্ছেদকে বুদবুদের মতোসরিয়ে দিয়ে বয়ে আনে শাশ্বত আনন্দের জোয়ার। এভাবেই এক এক দিন ভালোবাসা এসে প্রকাশ করে যায় আপন মহিমা, রক্ষা করে যায় তার চিরকালের শ্রেষ্ঠতম মর্যাদার আসন। শত সঙ্কটেও তোমার ভালোবাসাতে এভাবেই আমি বেঁচে থাকি আবহমানকাল।
এক খাতা কবিতা হয়ে তুমি আসো আমার সামনে-কোনটা ছেড়ে কোনটা যে ধরি ঠিক বুঝে উঠতে পারিনা, ভেবে ভেবে সারা হই। যেটাটেই হাত দিই সেটাতেই তুমি অনন্যা, অনুপমা-অপরূপা। তোমার এই অনবদ্য লাবণ্য-লালিমা আমাকে বুঝি পাগল করে দেবার যোগাড় করে। আমার স্পর্শে আরো যেন জীবন্ত হয়ে উঠে সেই রূপের ডালি। যখন ভাবি – এই তুমি তো আমার থেকেই সৃষ্টি, তিল তিল করে গড়েছি তোমাকে – আমার বুকটা ভরে যায়, একঝলক ঠাণ্ডা বাতাস এসে আমায় ভালোবাসার চামর বুলিয়ে যায়। আরো বেশি গভীর ভালোবাসায় আমি তোমাকেই আঁকড়ে ধরি, এক খাতা কবিতাই তখন শুধু আমার হয়ে ওঠে। শ্রাবণ বিকেলে যে ফুলটা বলেছিল-আমি ফুটছি আমাকে তুমি দু’চোখ ভরে দেখো, আমার সৌরভ তুমি প্রাণভরে উপভোগ করো-ফোটার আগেই, পাপড়ি মেলার আগেই সে ফুল যদি ঝরে যায়-সে বেদনা লুকবো কোথায়? যে পাখিটা হিজলের শাখে বসে শোনাচ্ছিল তার হৃদয়ের তান, মুখরিত গানে চমকিত চঞ্চল করেছিল চারপাশ- সেই পাখিটার বুকে সহসা যদি এসে বিঁধে বিষাক্ত তীর তার ব্যথা আমি লুকবো কোথায়? যে নদীটা কুলুকুলু শব্দে বইছিল, ছন্দে ছন্দে পাগলপারা ঢেউ তুলে এগোচ্ছিল, ঠিকানা ছিল সাগরের মোহনায় মিলিত হবার-হঠাত্ ভাটির টানে সে নদী যদি সহসা শুকিয়ে যায় সে যাতনা লুকবো কোথায়?
🍂
52nd Episode
Premokabyo (EROTIKA)
Mangal Prasad Maity
Translated
By
Chandan Bhattacharya
I want to get the warmth of your heart, I want to get more than one hundred percent, and if you get it, you will know that I am happy, I am satisfied. There is a wonderful intoxication in the warmth of your heart, there is a fancy elegance, there is a wonderful love - so when you touch it, my heart dances and shakes with indescribable joy. In the warmth of your heart there is the humility of flowers, There is joy in love, there is sweetness in love. The warmth of your heart is the open air of my dream world. Do you know that you also have heat in your chest? The warmth of love; The warmth that blooms, brings the air of phagun to the heart, ignites the fire of conviction in the heart. In the heat of that heat, the demon also becomes a melody, gains power without strength, the color of dreams shines in the eyes of the dreamless. Whether you know it or not, understand it or not - I know you have that warmth of love in your heart; otherwise you wouldn't be so beautiful, you wouldn't be so generous.
You know, one day love comes from itself and goes home with me, which rises above some triviality and replaces it with a perpetual pot, leaving its indestructible lamp burning. The touch of this immortal love creates a happy bed in the layers of the heart, the two stars of the eyes create the unmistakable dream of living for many more ages. In this way, one day love comes and plays deep in the chest, the melody of eternal music - temporary pain - brings the tide of eternal joy by dissolving the separation like a bubble. In this way, one day, love comes and reveals its greatness, protects its seat of the best dignity forever. This is how I live in your love even in a hundred crises.
You come in front of me as a book of poems - I can't understand exactly which one to leave and which one I can't understand. You are Ananya, Anupama-Aparupa in whatever I touch. This impeccable beauty of yours makes me understand and drive me crazy. Dali of that form became more alive to my touch. When I think - this is you created from me, I made you with sesame seeds - my chest is full, a glimpse of cold air comes and turns the skin of love on me. I hold you in deeper love, a book of poems then just became mine. The flower that Shravan said in the afternoon - I am blooming, you look at me with both eyes, you enjoy my fragrance with all your heart - before it blooms, before the petals fall, if that flower falls - where will I hide the pain? The heartbeat of the bird that was sitting on the branch of the hijl, the melody of the song, fluttering around - where would I hide its pain if a poisonous arrow suddenly pierced the chest of that bird? The river that flowed in a gurgling sound, the mad waves were moving in rhythm, the address was to meet at the mouth of the sea - suddenly the tide pulls the river, if it suddenly dries up, where will I hide the pain?
0 Comments