ও শিবুদা
যে ছেলেটা রোজ স্কুলে
পড়াশোনায় মধ্য-মেধা
অথচ সে দারুণ খেলে
বন্ধু-ভাগ্য নেহাত ভালো
সিনেমা দেখে লুকিয়ে-চুরিয়ে
তার কথা তো মনে পড়ে না
যে ছেলেটা কলেজে গিয়ে
ইউনিয়নে নাম কিনে নেয়
মাথার জোর আর কথার জ্বালায়
সেই ছেলেটা কোনক্রমে কাজ
জুটে যায় স্কুলের গোড়ায়
ওই ছেলেটা পিতা হয়ে আম পাড়তে
গিয়ে কোমায় চলে গেল নিরুদ্দেশে
তার কথা কেউ মনে রাখে না…
🍂
ধ্বজা ওড়ে নকল রাজার
আবার উথাল-পাথাল রাজ্য জুড়ে
কি তাণ্ডব নোংরা খেলায় ভগ্ননীতি
জবরদস্তি আমলাগিরি শিক্ষানীতি
চুলোয় যাক গে দেশের কথা
সাধের আখের গুছিয়েছি যে
বৈধ আর অবৈধের যৌথ ঠেলায়
আত্মজকে ভরত করে রাজ্য চালাই
পাদুকা তো বসেই আছে সিংহাসনে
গোদাবরী তীরে এখন প্রকাশ-ভবন
ন্যায়-অন্যায় বাদ-বিচারের তোয়াক্কা নেই
পঞ্চবটি বনে আছে বানর সেনা
তারাই এখন রাজ্য জুড়ে শাসন চালায়
অপবাদে কি এসে যায় ? ক্ষমতা তো
0 Comments