সংস্কার
পুকুরের ঘাটে একটি ছায়া হেঁটে এল
এই বাড়ির ছোট বউটির
বরের সাথে দুদিন কথা বন্ধ
এইমাত্র শাশুড়ির সাথে খণ্ডযুদ্ধ হল এই নিয়েই
বউটি এখন ঘাটে বসে থাকবে কিছুক্ষণ
একটু বাদে জলে নামবে, জলে খানিকটা তরঙ্গ তুলে
শাড়ি শায়া ধোবে
জল ঠাণ্ডা হলে নিজেকে দেখবে খানিকক্ষণ
তার মনে হবে এরকম হলে ওর মাও এসে জলে দাঁড়াতেন বেশ খানিকটা সময়
জল নিঙড়ে পরিষ্কার জামা কাপড় পরে চুল আঁচড়াতেন
ঘরে সন্ধে বাতি জ্বেলে ঠাকুর প্রণাম করে বলতেন সবাইকে সুস্থ রেখো ঠাকুর, মঙ্গল করো
🍂
পাঠিকা
জানি, তুমি কবিতা ভালোবাসো
কোনও মতে কবিকে বাসো না
অথচ ওই লোকটা প্রতিদিন
শব্দ পরায় তোমার পায়ের গোছে
বর্ণমালা দিয়ে গড়ে তোমার নেল পালিশ
ছন্দ দিয়ে বাঁধে তোমার চলা
কথা বলা, ভুলভাল কথার গড়ন।
তোমার বুকের তিলটাকে দেয়
উড়ে যাওয়ার আনন্দ
কবি জানে,
তার শব্দে তুমি গড়ে ওঠো
0 Comments