জ্বলদর্চি

নরেন হালদার-এর কবিতা

নরেন হালদার-এর কবিতা 

ভিজতে পারি
               

ভিজতে পারি—
সারা শরীর এলিয়ে দিয়ে ভিজতে পারি।
কংক্রিটের ছাদের নিচে দাঁড়িয়ে
মুমফলি ছাড়িয়ে—
খেতে খেতেও ভিজতে পারি। 

বৃষ্টি না হলেও ভিজতে পারি —
ছাড়ানো মুমফলির একটা দুটো মুখে দিয়ে
প্রতীক্ষায় রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে
দিনগুলো অনায়াসে কাটাতে পারি।
অপেক্ষার শেষে জিতি বা হারি
শরীর দিয়ে ভিজতে পারি।

বর্ষা নামুক বা সমুদ্রের ঢেউ
দু’হাত ছড়িয়ে দুরন্ত নিশ্বাসে ভিজতে পারি—
আইসক্রিমের গন্ধ বা অবশিষ্ট কাঠিটা 
কিংবা পথে দেখা অন্ধের লাঠিটা
দু’হাত বাড়িয়ে দিয়ে ভিজতে পারি।
গায়েতে জল লাগুক বা না লাগুক 
মন দিয়ে সারারাত ভিজতে পারি।
     
🍂

শব্দহীন শব্দেরা

শব্দেরা শব্দহীন মায়াময়
শব্দব্রহ্ম নিশ্চিত মায়াহীন,
আসে না কলমে, আসে সে কায়ায়
এধারের ভূমে কালকের দুর্দিন।

হোক ভালো সে পথিকের—
যে ছেড়েছে পথ শব্দহীন হয়ে
দ‍্যূত বনে আবিল আরবার
ভেঙেছে জানালা সূর্যতেজ হয়ে।

বন্ধন বেশ পুরাতন শোভাঘর
দেওয়ালে মেলা রঙিন প্রকাশে
শব্দমন স্পর্শের কারিগর
দিগন্ত শুধু মুখেরে ভালোবাসে।

কোদাল চলুক বা না চলুক ভূমিতে
ফসল যে তার কাটা হবে কাস্তে ও ভিতে।

Post a Comment

1 Comments