জ্বলদর্চি

সর্বজয়া আচার্য নন্দ-র কবিতা


সর্বজয়া আচার্য নন্দ-র কবিতা

সত্যের দ্বার
         

সংসার সমুদ্রতীরে ফেলে যাওয়া খেলাঘরে
     অজ্ঞাত আকর্ষণে এসেছি ফিরিয়া—
কখনো সুখের বাঁশি— কখনো অশ্রু রাশি
     কপোল সিক্ত করে রহিয়া রহিয়া...।

আজ স্মৃতিপাত্র জুড়ে— বর্তমান আছে পড়ে
     বিগত জন্মের স্মৃতি গিয়াছে মুছিয়া —
কারা এনেছিল কাছে— কারা দূরে সরে গেছে 
     একান্তে ভাবি, ফিরি তাদের খুঁজিয়া...।

জানি, এ প্রয়াস ব্যর্থ -- কেন‌ই বা হ‌ই আর্ত !
     অজ্ঞতায় পরমার্থ দিয়াছি ঠেলিয়া —
যাঁর করুণায় জ্ঞান— যদি তাঁরে করি ধ্যান 
     তিনিই সত্যের দ্বার দিবেন খুলিয়া...।।


🍂


জীবন বাঁশি
   

জীবনের একটিই বাঁশি --
     তার‌ই সুরে কান্না ও হাসি,
বেজে ওঠে প্রহরে প্রহরে 
     ভিন্ন রাগে—ভিন্ন ভিন্ন সুরে ।

ভৈরবী - ইমন - দরবারী --
     জাগায় আবেশ রকমারি,
কত আনন্দ — কত কলতান—
     আছে ব্যথা-বেদনার গান ।

সব‌ই আসে পর্যায়ে পর্যায়ে —
     জীবনের প্রতিটি অধ্যায়ে,
তার‌ই সুরে বাঁধা এ জীবন 
     প্রাণ রয় দেহে যতক্ষণ ।

খুঁজেছি সে বাঁশরিয়াটিকে—
     বাঁশিটি যে কোথায় সে রাখে !
যার সূচনায় মিলনের সুর --
     হায়, সমাপ্তি যে বেদনা বিধুর—।।

Post a Comment

0 Comments