মোচা
কবে যেন কিনেছিলাম, মনে তো নেই
পড়ে আছে হিমজঠরে যারপরনেই।
নেই মনে তা, নেই বা থাক
আমার মতোই দু এক ছটাক
বেঁচে আছে তাই ভেবে, ঢেকুর তুলি।
কালো জিরের ফোড়ন দিতে, জ্বালাই চুলি।
🍂
মনোনয়ন
তোর আস্পর্ধা কম না।
লটের মালপত্রের মতো আমাকে বয়ে বেড়াস,
লাল শালু মুড়ে। চারপাশে। চারধামে।
পেসমেকার খুলে নেবো যখন খুশি,
চাইলেও বাঁচাতে পারবে না দেবী শেঠী ১০৪ নট আউট।
ক'টা চতুর্বেদী জানে, তেত্রিশ কোটির সাংখ্য মাহাত্ম্য?
তোদের ধ্যাসটামো অনেক সয়েছি।
এবার আমিই ঠিক করব আমার শুমারি।
0 Comments