পারমিতা রায়
স্মৃতিতে রয়েছে এক নিক্তি ধরা প্রেম বিলাস, যা বড়োই সেকেলে, তবুও মনে পড়ে যেদিন ধরে ছিলে তুমি প্রথম আমার হাত দুখানি, এক আবছা হয়ে যাওয়া পড়ন্ত বিকেল বেলায়। জীবনের চলার পথে অনেক সম্পর্কই এসে ভিড় জমায় ঠিকই , কিন্তু সেই সম্পর্কগুলি হয় সাময়িক , চিরস্থায়ী সম্পর্কগুলি থেকে যায় সারা জীবন মানুষের জীবনের একাকীত্ব ঘুচিয়ে। বহু অগোছালো সম্পর্ক চিরস্থায়ী হয়ে যায় সময়ের সাথে, তবে রয়ে যায় পুরনো স্মৃতি। সেই পুরনো স্মৃতি বহন করে চলতেও মন আনন্দে ভরে ওঠে। সেদিন খরগোছাতে গিয়ে আমার পুরনো একটি ফাইল খুঁজে পেলাম যাতে রয়েছে বহু পুরনো চিঠি গুলি, যা তোমার উদ্দেশ্যে লেখা ছিল। আজ থেকে বাইশ বছর আগে হাতে লেখা চিঠি ছিল মূল্যবান। আজকের মোবাইলের যুগে বই পড়া কমে গেছে মানুষের জীবনে খাতার পাতায় লেখালেখি কমে গেছে। এখন হোয়াটসঅ্যাপ ফেসবুকের মাধ্যমে মানুষ মানুষের সাথে যোগাযোগ রাখছে। তবে পুরোনো স্মৃতিগুলির পাতা জুড়ে রয়েছে হাতের লেখনী কাগজের পাতার উপরে নিজের প্রিয়ের উদ্দেশ্যে চিঠি গুলি , পুরনো স্মৃতির ভারে মন হয় আক্রান্ত , মনে হয় আনন্দের জাগরণ। সুখকর স্মৃতি সত্যি মনকে সুখ দেয়।
অতীতের লেখা চিঠি গুলি, হাতছানি দেয় স্মৃতির দুয়ার খুলে , যেখানে রাত্রি নেমে আসে নীরব চোখের জলে।
স্মৃতি উন্মোচন করলে হৃদয় মাঝে ঝড়ের প্রকোপ জাগে। শ্রাবণের ধারা নামে চোখে।
পুরানো আমার হাতের লেখা চিঠি গুলি পেয়ে অনুভব করলাম , সময়ের সাথে অপ্রয়োজনীয় হয়ে যাওয়া কিছু বস্তুও , অনেক সুন্দর স্মৃতি কে নিজের মধ্যে আগলে রাখে। ভারতের শিশির ভেজা সকাল বেলার ঘাসের উপরে পড়ে থাকা জলবিন্দু গাছের পাতার উপরে জলবিন্দু , অপূর্ব ছেলেবেলার দুর্গা পুজোর, শারদীয়া উৎসবে স্মৃতি গুলিকে মনের ভিতর জাগরিত করে। কলাপাতার শিশির ধরা ভোরবেলাগুলি যেন আজ হারিয়ে গেছে, স্মৃতি গভীর সমুদ্রে তাই তার ধারায় জানাই সকলকে অভিনন্দন। পুরনো স্মৃতিচারণ করে আনন্দ উপভোগ করুন পুরনো মুহূর্ত গুলিকে আগলে রাখুন, জীবনের বর্তমানের সাথে। স্মৃতির অতলে হারিয়ে গেলেও পুরনো স্মৃতি মানুষের মনকে আবেগে এবং আনন্দে ভরিয়ে তোলে।
🍂
স্মৃতি নীরব হয়ে থাকে, স্মৃতির কখনো মৃত্যু হয় না। পুরনো দিনের আমার হাতের লেখা চিঠির পাতাগুলি খুব হৃদয়স্পর্শী , মধুর ভাবনাগুলির সমাবেশ ঘটায় , যা আমাকে মনে করিয়ে দেয় কিছু আনন্দের মুহূর্তগুলিকে, কিছু আবেগের মুহূর্ত গুলিকে কিছু কষ্টের মুহূর্ত গুলিকে। আজকের এই কাগজের তৈরি শহরের বুকে , কৃত্রিম মানুষদের মধ্যে অতীত জীবনের কিছু স্মৃতি যেন একেবারে সত্য হয়ে রয়েছে জীবনের পথে জড়িয়ে। দূরে চলে যাওয়া মানুষেরাও কাছে চলে আসেন স্মৃতির টানে। স্মৃতি হোলো এমনই এক অদৃশ্য বন্ধন, এই স্মৃতিগুলিই , আমাদের প্রিয় মুহূর্ত গুলিকে জীবনের প্রতি ভালবাসায় রূপান্তরিত করে , তাই স্মৃতি হল একটি অদ্ভুত সময়ের দরজা। এই দরজা সব সময় আপনাদের জন্য উন্মুক্ত থাকে নিজেদের মনের কথা ,আনন্দের কথা মনে করে মনকে আনন্দে ভরিয়ে তোলার জন্য। অতীতের স্মৃতিগুলি আমাদের জীবনে গভীর ছাপ রেখে যায়, যা আমাদের জীবনে জাদুকরী আয়নার মতো মূল্যবান। তবে এটাও সত্য যে স্মৃতি শহরে সব থাকে কিন্তু বাস্তবের পথে কেউ নেই পাশে। স্মৃতি দিয়ে গড়ে ওঠা আমার জীবনে কাল যে ছিল দূরে, যে ছিল পর সেই আজ আমার আপনজন।
0 Comments