সিদ্ধার্থ সাঁতরা
তবু
মনখারাপের কিছুটা সময় নির্জন এক সন্ধেবেলা
কথার ভেতর একখানি তবু , কথার সঙ্গে খেলা।
একদিন, কখন যে একেকটা দিন হয়ে যেত ওর
তলিয়ে ভাবেনি কখনও, মন ভাঙে, ভাঙে ঘর
আদিগন্ত কথার ভেতর একখানি তবু এসে যায় তারপর...
জীবন সতত ভাঙা-গড়া, নির্ভার মনের মতন
চলে যায় যারা, অফুরান স্মৃতি নিবিড় সুতোর
পরতে পরতে তবু ছড়িয়েছে স্রোত আজীবন ।
উলঙ্গ মানুষ দ্বিধাহীন বড়, ঘি মাখে চুল্লির অমোঘ টান
শবদেহজুড়ে কত ছবি, দূরে বেহাগের সুরে গান
দিনলিপি ছুঁড়ে ফেলে নেই হয়ে যাওয়া ওর
বিষণ্ণ ছাউনির নীচে একা শুয়ে আমার ঈশ্বর।
🍂
হুবহু গল্পের মতো
আর কতদিন, ঠিক কতটা সময় নেবে বলো ?
সে বছর গ্রামঘর, নদীটির নাম ঝুমি
হৈ চৈ, পাড়জুড়ে হুল্লোড়, জানালায় তুমি...
কথা ছিল দেখা হবে এক নদী তীরে কত
যদি কোনদিন বৃষ্টি নামে হুবহু গল্পের মতো..
ওখানেই একদিন দেখা হলো ভাঙা সম্পর্কের যত
হোক কথা, হয়েছিল কিম্বা ক্রমাগত
দৃষ্টি হারালে অহেতুক বোবাদের মতো আচরণ করে ওরা
তাই খুঁড়ছে হৃদয় রাত্রি পিপাসু বৃষ্টি চেয়েছিল যারা...
1 Comments
"মনখারাপের কিছুটা সময় নির্জন এক সন্ধেবেলা
ReplyDeleteকথার ভেতর একখানি তবু , কথার সঙ্গে খেলা।"
তবু আর হুবহু শব্দদ্বয় এক অনন্য ভূমিকা নিয়েছে কবিতাদ্বয়ে--- সালেহা খাতুন।