বাংলার ঘাস পাতা ফুল ফল, পর্ব -- ১০৬
হাতিশুঁড়
ভাস্করব্রত পতি
হাতিশুঁড় নামে বঙ্গদেশে পরিচিত হলেও এর আরও অনেক ডাকনাম রয়েছে। যেমন - হাতিশঁড়, হাতিশুড়া, হাতিশুঁড়া, হাতিশাঁড়া ইত্যাদি। তবে একে সংস্কৃতে হস্তিশুণ্ডী, পাত্রিকা, হস্তিশুন্ডা, হিন্দিতে হাতিশুড়া, হাতাজুড়ি, সারিয়ারি, তামিলে তলুমণি, মালয়ালমে থিক্কাডা, কন্নড়ে চেলুকোণ্ডি গিডা, ওড়িয়াতে হাতিশুণ্ডা, মারাঠীতে ভুরুণ্ডী, তেলুগুতে তেলকটুকা, নাগদন্তী, গুজরাটিতে হাথিশুতনা, ইংরেজিতে Indian Heliotrope, Indian Turnsole বলে লোকজন। এদের মঞ্জরীতে দুই সারি ধরে ফুল জন্মায়। যা দেখতে অনেকটা হাতির শুঁড়ের মতো। তাই এহেন নামকরণ। অথর্ববেদের বৈদ্যককল্পের ৫০।৫৭।৬৭ সূক্তে হাতিশুঁড় গাছ পরিচিত 'নাগদন্তী' নামে। অথর্ববেদে পাই -
'ত্বাং গন্ধর্ব্বা নাগদন্তীং অখন স্ত্বাং বৃহস্পতিঃ। দন্তিকা বিজহ্রঃ পাশকা বহ্বন্কুরা দন্তুরা পাপমানম্।'
পরবর্তীতে এর নাম হয়েছে শ্রীহস্তিনী। এই শ্রীহস্তিনীর 'শ্রী' হল তার শুঁড়। গাছটির পুষ্পদণ্ডটির গঠন হাতির শুঁড়ের মতোই দেখতে।
এর বিজ্ঞানসম্মত নাম Heliotropium indicum (L)। যা Boraginaceae পরিবারের অন্তর্গত। এছাড়াও এর আরও তিনটি প্রজাতির সন্ধান পাই।
Heliophytum indicum
Heliotropium parviflorum
Tiaridium indicum
অতি সাধারণ এই গাছটি ভারতের সর্বত্র জন্মায়। রাস্তার পাশে, জমির আলে, বাগানে যত্ন ছাড়াই বেড়ে ওঠে। মোটামুটি ১-১.৫ ফুট উচ্চতা। কাণ্ড ফাঁপা, নরম এবং রোমযুক্ত। একান্তর বিন্যস্ত ডিম্বাকার সবুজ পাতা সাজানো থাকে কাণ্ডের গায়ে। পত্রপৃষ্ঠ অমসৃণ এবং খসখসে। পত্রকিনারা ঢেউ খেলানো। একধরনের উটকো গন্ধ মেলে।
পুষ্পদন্ডটি এই গাছের অন্যতম দর্শনীয় এবং আলোচিত অংশ। সাদা, হালকা সাদা বা নীল রঙের ফুলের আকৃতি মাইকের চোঙের মতো। কলমির ফুলের মতো। পাঁচ খাঁজযুক্ত একটি পাঁপড়ি থাকে। সারা বছর ফুল ফুটতে দেখা গেলেও বর্ষায় বেশিমাত্রায় ফোটে। চারখণ্ডে খণ্ডিত এদের গর্ভাশয়।
এই গাছে মেলে ইনডিসিন, পাইরোলিজিডিন অ্যালকালয়েড্স, হেলিওট্রিন ইত্যাদি। এই পাইরোলিজিডিন অ্যালকালয়েডের (Pyrrolizidine Alkaloids) প্রভাবে মানবদেহে টিউমার দেখা দেয়। এছাড়াও এর শিকড়ে আছে এসট্রাডিওল। ফেরিনজাইটিস কিংবা লেরিনজাইটিস রোগে উপকারী খুব। এছাড়াও একজিমা, টাইফয়েড জ্বর, শ্লেষ্মা জ্বর, আঘাতের ফলে ফুলে যাওয়া, রিউমাটয়েড আর্থারাইটিস, বিষাক্ত পোকার কামড়ের যন্ত্রনা থেকে রেহাই পেতেও এটি খুব কার্যকরী। যৌন ক্ষমতা বৃদ্ধিতে হাতিশুঁড় গাছের শিকড়ের ভূমিকা রয়েছে।
🍂
0 Comments