তাপস কুমার দত্ত
হারিয়ে যাওয়া
কিছু জিনিস যেমন ভাবতে শেখায়,তেমনই
হেরে যেতে ও শেখায়।
যেমন আলো বিচ্যুরিত করে জীবনের প্রতিটি কণাকে,তেমন ই অন্ধকার
ব্যর্থতার সিঁড়ি গুলো, এলোমেলো আল পথের মতো তুলে ধরে।
আমি পথ কে খুঁজি না আর, পথ হেঁটে বেড়ায় নিজের নেশায়।
ঠিক পদ্ম পাতার চুঁইয়ে পড়া জলের মতো,
হঠাৎ ই ফুরিয়ে যাওয়ার বেদনার ইতিহাস।
তুমি অজান্তেই বিছিয়ে দিয়েছো অদৃশ্য দেওয়াল
অপর প্রান্তে দাঁড়িয়ে একাকী,সঙ্গী অবশ্যই সময়ের নিস্তব্ধতা আর নির্জনতা।
তুমি হতে পারতে সময়ের অমূল্য অলংকার,আর অহংকার।
আর পথ হতে পারতো শুধু তোমার আর আমার।
🍂
নিস্তব্ধ
আঘাত গুলো পরের পর টুকরো করছিল
পৃথিবীর বুক।
বাতাসের পদধ্বনি তে মরু ভূমির অক্ষাংস হেসে
বেড়ায়
আমার বৃত্যংশের পাপড়ি গুলোয় নীল রক্তের দাগ
আর্তনাদ স্নান করে, মুছে নেয় অশ্রুর ফোঁটা।
হাত ধরে অজান্তে এগিয়ে চলে, ফেলে আসা ছায়াপথ।
তুমি ছায়া না মায়া, উৎসারিত ঢেউ এর নিশান
0 Comments