অমর সাহা
তুমি
তুমি অতল সমুদ্রের মতো গভীর ৷
লালচে ক্ষীণ কটিতে মেয়েটি খুশি হয়
সূর্যের মতো প্রচন্ড তাপের প্রবাহ তোমার
উত্তাপে আমি আরও উত্তপ্ত হই ৷
ক্ষীণ কটি লালচে মেয়েটি যেন
এন্ডারসনের বাড়ির সো-কেসের পুতুল
তার একবার মাসিকে কবিতা বের হয়
কবি হিসেবে পরিচিতি পান সমাজে ৷
জীবন তো একটি রঙ্গমঞ্চ তার একটু
সময় চাঁদ দেখে — শারদীয় চাঁদ
তোমার কথা বার বার মনে পড়ে চন্দ্রিমা ৷
তুমি তো আগের মতো আর নও
আমিও তো আগের মতো নই ৷
🍂
সৃষ্টি
বেলা যত গড়ালো বৃষ্টির ঝাঁঝ তত বাড়লো
দিন রাত্রি সব সমান—দশ পনেরো বছর আগে
যা দেখেছি তারই মুদ্রণ চলছে আজও ৷
তবু পৃথিবী এগিয়ে চলেছে আপন ধারার গতিতে ৷
আমি একা একা বসে কাব্য পড়ছি আপন মনে
মহীতে যুদ্ধরত দেশনায়কেরা নোবেল নিয়ে
টানাটানি করে—মননে ছেঁড়াছেঁড়ি করে ৷
যুদ্ধ থামাবার বদলে অস্ত্র বিক্রিতে মত্ত
ধরণী দ্বিধাহত
মানবজাতি তোমার আকাশে ফুল ফোটাও আনন্দে ৷
মানবজাতি জীবনানন্দে ভরে উঠুক—
খই যেমন লাফালাফি করে খোলায়
প্রজাপতি ডানা মেলে উঠুক আকাশে ৷
0 Comments