মে হ বু ব গা য়ে ন
আড়াল শব্দে সহবাস
আলোর ছায়াতে ভাঙো ছায়ার বিকেল
খেলা শূন্য ঢেউ
গাছের লুকোনো তরঙ্গে ভেসে যাও সময় ধুলো
সে তুলতুলে অন্ধকারের ভেতর চলে যায়
নতুন ভৈরব ..
তানসেন ছিঁড়ে গেলে পরাজিত সাধক,
অপেক্ষা শেষে তুমি আড়াল শব্দে
সহবাস লিখে রাখো..
লাল কাঁকড়া বালক
জল পরগণা শেষে ধবলাট
বালির প্রবন্ধ লেখে লাল কাঁকড়া বালক
শ্রাবণ কাদা লেপ্টে চেয়ে থাকো পথ
প্লাবন-উৎসব...
নুনজল-পাতার সবুজে ফুটে ওঠো রেচন বয়স
শূন্য কূপের মুখ ভরে শোক ,
ওরাও জানে বাৎসরিক নিয়ম
ছোট কুফি ঘরে এখনও অভাবি
অভিযোগ করেন তোমার মাস্টারমশাই....
চোখ আঁচল
ও চোখের আঁচলে ঘুম এখনও শুকিয়ে নাও রোদ আকাশে,
আকাশের ছায়া জুড়ে খুঁজি গন্ধ - তোমার
হোঁচট খাই--
আমার পাতা সংসার ফিরে এলে
সংগ্রহ করি ঝরা সময়...
সাদা সাইকেল
আয়না পাতার আঁচে আমি ও জীবন
চা-বিস্কুট--
সাদা সাইকেলে চলে যাচ্ছে সংসার -
সঙ্গে আগুন মা,
আমি দগ্ধ দিন ..
সেই সব রং
তরঙ্গ বয়ে যাই --জীবাশ্ম আমি
শুভদিন-আসন ঢেলে সাজাই
পাতা -ও -চন্দন
এক দিন -দুই দিন ফিরে যাও
আসন্ন জল - মাটি
খড়ের পুতুলে মাটি ঘোসো রং দাও
আমাকে শৈশব
------
0 Comments