জ্বলদর্চি

১২ জুলাই ২০২০


আ জ কে র  দি ন 

12 July 2020

বাংলায় ২৭ আষাঢ়  ১৪২৭ রবিবার

আজ, সর্বকনিষ্ঠ নোবেল  শান্তি  পুরস্কার জয়ী মালালা ইউসুফজাই- এর জন্মদিন।  জন্মদিনে অন্তহীন শুভেচ্ছা ও শুভ কামনা। 

আজ, পাবলো নেরুদার জন্মদিন। চিলিয়ান এই কবি 1971সালে সাহিত্যে  নোবেল  পুরস্কার  পান।

কথিত আছে,আজকের  দিনে শিবাজী ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর সাথে বাণিজ্য  চুক্তি করেছিলেন।

মনীষী উবাচ:
শিশু কালের শান্তির মধ্য হইতে বাহির হইয়া সংসারের বিরোধ-বিপ্লবের মধ্যে না পড়িলে পরিণত বয়সের পরিপূর্ণ  শান্তির  আশা বৃথা।( রবীন্দ্রনাথ ঠাকুর)
----------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার 

Post a Comment

3 Comments

  1. খুব ভালো হয়েছে এই প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা তুলে ধরার প্রয়াস। আমি একটু ছোট্ট সংযোজন করছি।
    আজ পেপার ব্যাগ দিবস।
    ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকরের জন্মদিন।

    ReplyDelete
  2. খুব ভালো লাগলো।
    সবাইকে জন্মদিন এর শুভেচ্ছা জানাই।

    ReplyDelete