জ্বলদর্চি

৬ জুলাই ২০২০


আ জ কে  র   দি  ন 

6 th july  2020
বাংলায় - ২১ আষাঢ় ১৪২৭ সোমবার

১৮৮৫ সালে আজকের দিনে লুই পাস্তুর জলাতঙ্কের টীকা এক ন'বছরের (কুকুরে কামড়ানো) ছেলের উপর  প্রয়োগ করেন। 

আজ, মার্কিন  অভিনেতা ও পরিচালক  সিলভেস্টার স্ট্যালোনের জন্মদিন। Rocky, Rambo, First Blood, Oscar প্রভৃতি  তাঁর  অভিনীত  সিনেমা।
আজ, ভারতীয় শিক্ষাবিদ ও রাজনীতিবিদ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিন। ইনি জওহরলাল নেহরুর মন্ত্রিসভার সদস্য ছিলেন।

আজ,ফরাসী ছোটগল্পকার গী দ্য মোপাসাঁর প্রয়াণ দিবস । আধুনিক  ছোটগল্পের  সূত্রপাত  তাঁর কলমেই হয়েছিল।

মনীষী উবাচ :

সূর্যের মতো  দীপ্তিমান হতে চাইলে প্রথমে তোমাকে সূর্যের  মতোই  পুড়তে হবে। (এ পি  জে আবদুল কালাম )
---------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার   


Post a Comment

0 Comments