আ জ কে র দিন
8th july 2020
বাংলায়--২৩ আষাঢ় ১৪২৭ বুধবার
আজ ভারতের গর্ব ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। জ্বলদর্চি পত্রিকার সমস্ত সদস্যদের পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানাই।
আজ স্বনামধন্য সাহিত্যিক অমিয়ভূষণ মজুমদারের প্রয়াণ দিবস। বিখ্যাত উপন্যাস 'রাজনগর' -এর জন্য সাহিত্য অকাদেমি পুরস্কারে সম্মানিত হন।
আজ, পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায়ের প্রয়াণ দিবস। 'ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত' ইত্যাদি পংক্তি তাে বাংলা সাহিত্যে প্রবাদতুল্য।
আজ, রােমান্টিক কবি পি.বি.শেলির প্রয়াণ দিবস। ode to the west wind,To a Skylark, Music, When Soft voices Die ইত্যাদি তাঁর বিখ্যাত সব কবিতা।
মনীষী উবাচ :
সফল হওয়ার পরিবর্তে দক্ষ হওয়ার চেষ্টা কর। সাফল্য এমনিই আসবে।(আলবার্ট আইনস্টাইন)
----------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
কোলাজ দিয়ে শুরু হল জ্বলদর্চির ইউ টিউব চ্যানেল।
-------------------------------------
http://www.jaladarchi.com/2020/07/blog-post_40.html
0 Comments