আ জ কে র দি ন
9th July 2020
বাংলায়—২৪ আষাঢ় ১৪২৭ বৃহস্পতিবার
১৯১৮ সালে আজকের দিনে ভারতের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পথিকৃৎ রাসবিহারী বসুর সাথে জাপানী কন্যা তোশিকোর বিবাহ হয়। এই বিবাহের ফলে জাপানী নাগরিকত্ব পেতে বিপ্লবীর সুবিধা হয়।
আজ, সুখলতা রাও-এর জন্মদিন।উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর জ্যেষ্ঠা কন্যা।সমাজসেবী ও শিশু সাহিত্যিক হিসেবে নন্দিত। 'লালিভুলির দেশে', 'খোকা এল বেরিয়ে', 'নিজে পড় নিজে শেখ' ইত্যাদি লেখা ছোটদের সুখপাঠ্য।
কথিত আছে, আজকের দিনে ইবন বতুতা অবিভক্ত বাংলার চাটগাঁওতে প্রথম পৌঁছান।
মনীষী উবাচ :
সংসারে যে আদরের যোগ্য, সে-ই বিশেষ প্রকারে অনাদর অত্যাচারে প্রপীড়িত হয়।(বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)
---------------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
1 Comments
আজকের দিন বিভাগটি খুব ভালো লাগছে।
ReplyDelete