জ্বলদর্চি

দিনের শেষে ২৯ জুলাই ২০২০


দি নে র  শে ষে 
২৯/৭/২০২০

১) মার্কিন মুলুকেও আজ "মোহনবাগান দিবস" পালিত হল। আজ রাত ঠিক ১২টায় নিউ ইয়র্কের বিখ্যাত টাইম স্কোয়ারের ন্যাশডাক বিলবোর্ডের ডিজিটাল পর্দায় ভেসে উঠল পালতোলা নৌকা আর সবুজ-মেরুন রং! 

২) ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন টেস্টের সিরিজে ইংল্যান্ডের ২-১ ম্যাচে জয়

৩) শক্তি ক্ষেত্রেও বিশ্বের দ্বিতীয় বৃহত্তম সংস্থা হিসেবে উঠে এল এশিয়ার ধনীতম ব্যক্তি মুকেশ আম্বানি-র সংস্থা রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, শীর্ষস্থানে সৌদি আরবের সংস্থা "এরামকো"! 

৪) ডাবল স্ট্যাক কন্টেইনার চালানোর জন্য বিশ্বের প্রথম বৈদ্যুতিক টানেল তৈরি করছে  ভারতীয় রেল, হরিয়ানার সোহনার নিকটস্থ আরাবল্লী পর্বত এলাকায়! 

৫) ব্রিটিশ ফুটবল লিগে সেরা ম্যানেজার নির্বাচিত হয়ে "স্যার আলেক্স ফার্গুসন ট্রফি"  জিতে নিলেন লিভারপুল ফুটবল ক্লাবের ম্যানেজার ইয়র্গেন ক্লপ! 

৬) কলকাতা, মুম্বই এবং নয়ডা-তে করোনা পরীক্ষা ল্যাব উদ্বোধিত হল। 

৭) আজ বিশ্বজুড়ে পালিত হচ্ছে ORS(ORAL REHYDRATION SALT) দিবস! 

৮) স্মার্ট প্রযুক্তি নির্ভর সংস্থা "GOQII" এক সমীক্ষায় জানিয়েছে যে লকডাউন-পর্বে  প্রায় ৪৩ শতাংশ ভারতীয় হতাশার শিকার হয়ে পড়েছে! 

৯) ফ্রান্স থেকে আগত যুদ্ধবিমান "রাফাল"- এর গতিবেগ ঘন্টায় ২,২২২ কি. মি.  এবং একদিনে ৫ বার অপারেশনে যেতে পারে! 

১০) কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন দপ্তরের নতুন নাম হল শিক্ষামন্ত্রক, সেই সঙ্গে ৩৪ বছর পর জাতীয় শিক্ষানীতির  ব্যাপক পরিবর্তন করা হল! 

**(বিঃদ্রঃ- হ্যাঁ, আমাদের দাবীতে আমরা অবিচল-"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
______________________________
                                 এ ক টু  হা সু ন

পাশের বাড়ির ক্যাবলা জানলা দিয়ে উঁকি মেরে বলল : "ঘেঁচুদা লকডাউনে কেমন আছ? অনেকদিন তোমার খবর নেই। তা কি করছ এখন?"

ঘেঁচুদা : "এই তো তোর বউদির সাথে খাওয়া শেষ করে এখন স্কচ নিয়ে বসেছি।"

ক্যাবলা: উরেব্বাস!!! বল কি? তা কোনটা.......

লাল মার্কা না কালো মার্কা???

ঘেঁচুদা : "আরে না রে শালা!! স্কচব্রাইট দিয়ে বাসন মাজছি।"
----------------------

Post a Comment

0 Comments