জ্বলদর্চি

২০ জুলাই ২০২০



আ জ  কে র  দি ন

20 July 2020
বাংলায়--- ৪ শ্রাবণ ১৪২৭ সোমবার 

আজ, কবি ও শিশু সাহিত্যিক  সুনির্মল বসুর জন্মদিন। তাঁর   বেড়েমজা,ছানাবড়া,কিপটে  ঠাকুরদা, ইন্তিবিন্তির আসর ইত্যাদি  গ্রন্থ শিশুদের  সুখপাঠ্য।
আজ, শ্রী শ্রী মা সারদা দেবীর প্রয়াণ দিবস।কামারপুকুরের গদাধর চট্টোপাধ্যায়ের রামকৃষ্ণ হয়ে ওঠার পিছনে সারদা মায়ের ভূমিকা অনস্বীকার্য। 

আজ, বিপ্লবী  বটুকেশ্বর দত্তের প্রয়াণ দিবস। ভারতের স্বাধীনতা আন্দোলনে এই মুক্তিযোদ্ধা দিল্লীর কেন্দ্রীয় সংসদ ভবনে ভগৎ সিং-এর সঙ্গে মিলিত হয়ে কারো কোনো ক্ষতি  না করে বোমা ফাটানোর জন্য ইতিহাসে বিখ্যাত।

আজ, এভারেস্ট  জয়ী এডমন্ড হিলারোর জন্মদিন।নিউজিল্যান্ডের এই পর্বতারোহী ব্রিটিশ  অভিযাত্রী দলের অংশ হয়ে ১৯৫৩ সালে এভারেস্ট  জয় করেন।তারপর তিনি জীবনের বেশিরভাগ সময় নেপালের শেরপাদের উন্নতিকল্পে জীবন অতিবাহিত  করেন।

মনীষী উবাচ :
সংসারে যত পাপ আছে মানুষের দয়ার উপর জুলুম করাটা সবচেয়ে বেশি।
(শরৎচন্দ্র চট্টোপাধ্যায়)
--------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
-------------------------------------------- 

Post a Comment

0 Comments