জ্বলদর্চি

লৌকিক ধাঁধা

সংগ্রহ 


শ্রেষ্ঠ কবিতা 
শ্যামলকান্তি দাশ   
পত্রলেখা
প্রথম প্রকাশ- ২০০৭
প্রচ্ছদ- সুব্রত মাজী   
মূল্য -১০০/-
__________________________________

লৌকিক  ধাঁধা 

পূর্ব মেদিনীপুর জেলার  লৌকিক  ধাঁধা -

১.
মেঝে  চপ চপ বাড়িতে  নেই
খাই বস্তুর  খসা নেই।

উত্তর - নুন

২.
একটুকুছের গাছে
কৃষ্ণ ঠাকুর লাচে। 

উত্তর - লঙ্কা 

৩.
লাঠির  মতো গাছে
সোনার ফল লাচে।

উত্তর -ভুট্টা  গাছ

৪.
এমন একটা ফুলের  নাম কও
উল্টে পাল্টে যাই লেখো
সেই একই নাম হয়।

উত্তর - লিলি ফুল 

৫.
আম নয়, জাম নয়
গাছে গাছে ধরে না
তবুও  সব লোকে তাকে
ফল বলে জানে। 

উত্তর - পরীক্ষার  ফল

৬.
দুই অক্ষরে নাম যার
সব দেশেতে রয়
সব দেশের সুনাম - দুর্নাম 
প্রমাণ হয়ে রয়।

উত্তর - নদী 

৭.
আগে পিছে নাতি নিয়ে থাকে অবিরাম 
মানুষ  সে নয় ভাই  সুস্বাদু  একটি  ফল। 

উত্তর - নাশপতি 

৮.
উপর  থেকে পড়লো  বুড়ি
হাত পা তার সব আঁঠার কুঁড়ি।

উত্তর - কলা

৯.
এক না মনিবের গাছ
টোকা দিলে পড়ে যায় রস।

উত্তর - চোখ

১০.
বন নু বারালো পেতি
পেতি বলে তোর থালায় মুতি।

উত্তর - নেবু

 ---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

0 Comments