জ্বলদর্চি

লৌকিক ধাঁধা / বিমল মণ্ডল


জেন গল্প
বীতিশোক ভট্টাচার্য 
বাণীশিল্প
প্রথম প্রকাশ ১৯৮৮
প্রচ্ছদ - হিরণ মিত্র
মূল্য - ২০/-
_________________________________

লৌকিক  ধাঁধা 


 পূর্ব  মেদিনীপুরের প্রচলিত  ধাঁধা -

১.
দিলে খায় না 
না দিলে খায়
কালিদাস যাইতে যাইতে
গুঁড়ি পায়। 

উত্তর - জালতি

২.
অজ বীর্যে জন্ম নয় তার অজ রাজার নাতি
দশরথের পুত্র নয় সে হয় সীতার পতি
রাবণের  বৈরি নয় লক্ষ্মণের জৈষ্ঠ্য
কয় কবি কালিদাস  হেঁয়ালির  শ্রেষ্ঠ। 

উত্তর - রামের  পাদুকা 

৩.
নিজে খাই না কখনো 
তবে  নিজের  মুখে 
পরকে খাওয়াই চিরকাল  যেন।

উত্তর - চামচ

৪.
মাঠের  নীচে বাড়ি
পরে আছে লাল শাড়ি 
বেড়ায় লোকের  বাড়ি। 

উত্তর - লাল পিঁপড়ে 

৫.

বলো দেখি তুমি -
"কী এমন জিনিস  আছে 
যা তুমি করো
কিন্তু  তুমি তা স্পর্শ  করতে 
 না পারো। 

উত্তর - টেনশন 

 ---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

0 Comments