জ্বলদর্চি

লৌকিক ধাঁধা

   সংগ্রহ
 
মেদিনীপুরের নির্বাচিত কবিতা সংগ্রহ 
সম্পাদক - কৃতিসুন্দর পাল, রাজর্ষি মহাপাত্র
প্রকাশক - পূর্ব মেদিনীপুর সাহিত্য সম্মেলনী
প্রথম প্রকাশ - ২০১২
প্রচ্ছদ- নির্ভীক পাল
মূল্য- ৬০/-
____________________________________


লৌকিক  ধাঁধা

পূর্ব মেদিনীপুর লৌকিক  ধাঁধা- 

১.
বলো দেখি চটপট -
তোমারই  জিনিস  কিন্তু  ব্যবহার  করে অন্যলোকে বেশি। 

উত্তর - তোমার নাম

২.
কুন চিল উড়ে নি?

উত্তর - পাঁচিল

৩.
কুন গানের সুর নেই?

উত্তর - বাগান

৪.
 কুন টেবিলের  পা নেই?

উত্তর - টাইমটেবিল 

৫.
কুন দেশে মাটি নেই?

উত্তর - সন্দেশ 

৬.
কুন উলে বুনা হয় না?

উত্তর - বাউল 

৭.
সবার আছে এমন জিনিস 
জন্ম- জন্মান্তর  তা হারায় না। 
বলো তো কি এটি -

উত্তর - নিজের  ছায়া

৮.
কি এমন জিনিস  আছে 
যা ব্যবহার  করতে হলে ভাঙতে  হবে? 

উত্তর - ডিম

৯.
বলতো আমাকে -
'সবার কাছে সেরা
চলে যায় ধীরে  ধীরে 
সে জিনিস  আর আসে না ফিরে '

উত্তর -  বয়স 

১০.
কুন জিনিসের ঘাড় আছে, কিন্তু  মাথা নেই। 
বলো দেখি কি?

উত্তর - বোতল 

 ---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

0 Comments