জ্বলদর্চি

লৌকিক ধাঁধা

   সংগ্রহ 

নজরুল; কবি ও  কবিতা 
প্রকাশক - জ্বলদর্চি 
বিমল মণ্ডল 
প্রথম প্রকাশ - ২০১৩
প্রচ্ছদ - অচিন্ত মারিক
মূল্য - ৬০/-
___________________________________________

লৌকিক  ধাঁধা 

পূর্ব মেদিনীপুর লৌকিক  ধাঁধা-

১.

বাঘের মতো  লাভ দেয়
কুকুর  হয়ে বসে
জলের  মাঝে ছেড়ে  দিলে
সোলার  মতো  ভাসে। 

উত্তর - ব্যাঙ

২.
ভরলে সুখ সমৃদ্ধি 
ছুঁড়ে  দিলে ভয় ভীতি। 

উত্তর - গোলা

৩.
চক থেকে এলো  সাহেব  কোর্ট প্যান্ট  পরে
কোর্ট  প্যান্ট  খুলে  দিলে চোখ জ্বালা  করে। 
বলো দেখি কি এটি?

উত্তর - পেঁয়াজ 

৪.
একটু খানি গাছে তিল ঝুরঝুর  করে
একটু  খানি টোকা  দিলে  ঝরঝরিয়ে  পড়ে। 
চটপট বলো? 

উত্তর - শিশির

৫.
একথালা  সুপারি  
গুনতে কি আর পারি? 

উত্তর - আকাশের  তারা

৬.
যে  যে ভাষায় কথা বলুক না কেন - এই ভাষার জবাব  দিতে  পারে  কে?

উত্তর - প্রতিধ্বনি 

৭.
জলেতে জন্ম যার জলই তার বাড়ি
ফকির  না, ওঝা  না মুখেতে ভরা দাঁড়ি। 
সে কে বলো? 

উত্তর - কচুরিপানা 

৮.
ছোট্ট  ছোট্ট  তিতির  ছা
ঘুরে ঘুরে বেড়ে যায়। 

উত্তর - মুড়ি/খৈ

৯.
ডাট বাবু হেঁটে  যায় 
একশো  একটা  জামা গায়। 
চটপট বলো এটি কি?

উত্তর - বাঁধাকপি 

১০.
কচি একটা  পুকুরে 
জল টলমল  করে
সর্বনাশ  হয় যদি
যদি কিছু তাতে পড়ে। 

উত্তর - চোখ

 ---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল

Post a Comment

0 Comments