জ্বলদর্চি

লোককথা -বোকা তাঁতি- ৭

লোককথা- বোকা তাঁতি - ৭

সু ব্র ত কু মা র মা ন্না   

বােকা খেতে পেল না

পাশের গ্রামেই বােকা তাঁতির ধূর্ত নাপিত বন্ধু বসবাস করত। একদিন তারা দুজনে ঠিক করলাে তারা ভ্রমণে বেরােবে। তারা ভ্রমণের জন্য প্রস্তুতি নিতে লাগল। ভ্রমণে বেরােলে তাে কিছু খাবার সঙ্গে নিতে হবে। এই ভেবে তারা নিজেদের বাড়ি থেকে কিছু খাবার সঙ্গে নিয়ে ভ্রমণে বেরিয়ে পড়লাে। তাঁতির বাড়িতে কিছু গমের ছাতু ছিল তাঁতি তাই নিল,নাপিতের কিছু ছিল না। তাই নাপিত কিছু ধান নিল।

পথে হাঁটতে হাঁটতে দুজনেরই ভীষণ খিদে পেল। ধূর্ত নাপিত তাঁতিকে জিজ্ঞাসা করল, তাের কাছে কি আছে? তাঁতি বললাে, - "ছাতু আছে। নাপিত
বললাে আমার কাছে ধান আছে।

ধূর্ত নাপিত মনে মনে চিন্তা করলাে ধান থেকে ভাত বা মুড়ি পেতে অনেক দেরি হবে। আর ছাতুতাে সহজেই খাওয়া যাবে। তাই বােকা তাঁতিকে ধান দিয়ে সে নিজে তাঁতির ছাতু নিয়ে বললাে - "ধান ভাঙলেই ভাত, আর তােমার এই ছাতু খেতে হলে অনেক কষ্ট করতে হবে। ছাতুরে-লাতুরে-গুলােরে খাওরে। কত কষ্ট করে তবে ছাতু খাওয়া যাবে।

ধূর্ত নাপিত সেই ছাতু নিয়ে জল দিয়ে খেয়ে নিলাে। বােকা তাঁতি সেই ধান নিয়ে গ্রামের বাড়িতে ফিরে এলাে। কোথাও আর ধান ভাঙা হলাে না।

বােকা তাঁতি খেতেও পেল না।

Post a Comment

0 Comments