সংগ্রহ 
মনের গভীরে (গদ্য গ্রন্থ)
 
তড়িৎ ভট্টাচার্য
প্রথম প্রকাশ - ২০১৬
প্রকাশক - জ্বলদর্চি
প্রচ্ছদ- রাণা রায় চৌধুরী
মূল্য- ১৫০/-       
________________________________________
লৌকিক  ধাঁধা 
পূর্ব মেদিনীপুর লৌকিক  ধাঁধা-
১.
কাচাড় দিলে ভাঙ্গে না
টিপ দিলে সয় না। 
বলো এটি কে?
উত্তর - ভাত
২.
লোহার চেয়ে  শক্ত 
তুলোর চেয়ে নরম। 
চটপট  বলো? 
উত্তর - মন
৩.
মরা দেহে হেঁটে  যায়
দু'পা গিলে খায়। 
বলো তো কি?
উত্তর - জুতো
৪.
লাল গাভী বন খায়
জল খেয়ে মারা যায়।
সেটি  কি?
উত্তর - আগুন 
৫.
আকাশ  থেকে  পড়লো ফল
ফলের মধ্যেই  শুধু  জল। 
উত্তর - শিলা
৬.
মেঘের ডাকে জল ছাড়লে
ডাঙায় উঠে  পড়ে
মানুষ  তারে  মাঠে  পেলে
তুলে  নিয়ে যায় ঘরে। 
উত্তর - কৈ মাছ
৭.
অজগর সাপ হয়ে 
এঁকেবেঁকে  চলে
চুরমার  করে  দেয়
পথে কিছু  পেলে।
বলো তো  কি?
উত্তর - ট্রেন 
৮.
রাত্রিকালে  আঁধারেতে
যার যার ঘরে
তার বাড়ির সকল লোকে
কান্নাকাটি  করে। 
উত্তর - চোর
৯.
আকাশের বড়ো  উঠান
ঝাঁট দেয়না  কেউ
কত ফুল  ফুটে  আছে
তুলবার কেউ নেই। 
চটপট বলো  দেখি সেটি কি?
উত্তর - তারা
১০.
আকাশে  উড়ি আমি
পাখি হয়ে
মাছ ধরে খাই শুধু 
দৈত্য  হয়ে। 
উত্তর - বক
---------------------------------
সংগ্রহ - বিমল মণ্ডল
  
0 Comments