জ্বলদর্চি

লোককথা : বোকা তাঁতি || পর্ব - ১

    অলংকরণ- প্রকাশকুমার মণ্ডল



লোককথা : বোকা তাঁতি 

সু ব্র ত কু মা র  মা ন্না



.
এত ভারী যখন, নিশ্চয় খুব দামী হবে


এক রাতে বোকা তাঁতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। সেই সময় একদল চোর কোনাে গৃহস্থের বাড়িতে চুরি করতে যাচ্ছিল। চোরেরা বােকা তাঁতিকে দেখতে পেয়ে ভাবল --এই লােকটাকে সঙ্গে নিলে আমাদের দলে লােক বাড়বে, তাহলে বেশি কিছু জিনিসও নেওয়া যাবে।
 
যা ভাবা তাই কাজ। তারা বােকা তাঁতিকে ধরে তাদের সঙ্গে নিয়ে চলল। গৃহস্থের বাড়ী পৌঁছে চোরেদের সর্দার সবাইকে জানিয়ে দিল মূল্যবান জিনিসগুলাে চুরি করতে।

বােকা তাঁতি জানতে চাইল, কী কী মূল্যবান জিনিস ?

কি ভেবে সদ্দার বলল, ভারী ভারী দেখে জিনিস নেবে। বােকা তাঁতি যা বােঝার বুঝে নিল।

চুরি করে ভােরের আলাে ফোটার আগেই চোরের দল গৃহস্থের বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ল। কিছুদূর গিয়ে তাদের বােকা তাঁতির কথা মনে পড়ল। তাদের মধ্যে কয়েকজন বােকা তাঁতিকে নিয়ে যাওয়ার জন্য ফিরে এসে যা দেখল তাতে তাদের চক্ষু ছানাবড়া। গৃহস্থের বাড়ির বিরাট শিল নােড়াটা নিয়ে বােকা তাঁতি বেরিয়ে আসার চেষ্টা করছে।

এদিকে ভাের হয়ে যাওয়ায় বাড়ির লােক জাগতে শুরু করেছে, আর চোরের দলের কিছুজনকে দেখতে পেয়ে বােকা তাঁতি আনন্দে চিৎকার করে ওঠে, তােমরা ভাই আমাকে ছেড়ে পালালে! কিন্তু এই দেখাে আমি কেমন দামী জিনিস পেয়েছি, এটা যখন এতাে ভারী তখন নিশ্চয় খুব দামী হবে।

চোরের দল যতই তাকে থামাতে চেষ্টা করে সে ততই আনন্দে চিৎকার করে। গৃহস্থের লােকেরা জেগে গিয়ে বােকা তাঁতি সহ গােটা চোরের দলকে ধরে ফেলে।

কপালে জোটে উত্তম মধ্যম।
--------------------------------------------------

আগামী বেশ কয়েকদিন নিয়মিত প্রকাশ পাবে  -- লোককথা : বোকা তাঁতি 
নজর রাখুন   www.jaladarchi.com 

 

Post a Comment

0 Comments