জ্বলদর্চি

লোককথা - বোকা তাঁতি - ৬


লোককথা : বোকা তাঁতি


সু ব্র ত কু মা র  মা ন্না   


'এটাকে ঠেলে গ্রামে নিয়ে যাই চল'

গ্রাম থেকে বােকা তাঁতি আর তার এক বন্ধু কলকাতায় মিটিং-এ যােগ দিতে এসেছে। তারা দুজন কখনও কলকাতা দেখেনি। তারা শহিদ মিনার দেখে ভাবল – “বাবা কত উঁচু বাড়ি, এমন বাড়ি তাদের গ্রামে নেই। এটাকে দেশে নিয়ে যেতে পারলে ভালাে হয়। দুজনে এই যুক্তি করে ঠিক করলাে যে, "এটাকে তাে গাড়িতে নিয়ে যাওয়া যাবে না। চল ঠেলতে ঠেলতে নিয়ে যাই।” এই পরামর্শ করে তারা জামা খুলে কাঁধের ব্যাগ রেখে ঠেলতে লাগলাে।

এদিকে চোর সেই ফাঁকে তাদের জামা, কাঁধে ঝােলানাে ব্যাগ – সব নিয়ে পালালাে। কিছুক্ষণ ঠেলে তাদের পরিশ্রম হল। তারা বিশ্রাম নিতে বসল। 

হঠাৎ বন্ধুটি পিছন ফিরে বলল, এ কিরে আমাদের জামা, ব্যাগ সব গেলাে কোথায় ? চোরে নিয়ে পালালাে নাকি ?

বােকা তাঁতি বললাে- “দূর বােকা, চোরে নেবে কেন? আমরা ঠেলতে ঠেলতে অনেক দূর এসে পড়েছি। জামা ব্যাগ সব সেইখানে পড়ে আছে।"

তখন বন্ধুটি বলল,- "হ্যাঁ ঠিক-ই বলেছিস, জামা ব্যাগ থাক্, চল্ আরাে জোরে ঠেলি।" তারা শহিদ মিনার ঠেলতে লাগল।
_______________________________
প্রতিদিন প্রকাশ পাচ্ছে এই ধারাবাহিক। 
প্রতিদিন নতুন নতুন গল্প। 
নজর রাখুন।   
www.jaladarchi.com      

Post a Comment

0 Comments