জ্বলদর্চি

মোবাইল ফোটোগ্রাফি

ফোটোগ্রাফি - সৈয়দ স্নেহাংশু  

মোবাইল ফটোগ্রাফি ও সম্ভাবনা 

সৌ মে ন  শে খ র

একটা কথা প্রচলিত আছে "photography is an expensive hobby "।  হ্যাঁ  কথাটা সত্যিই। যে কোনো ফটোগ্রাফার কে জিজ্ঞাসা করে দেখুন, দেখবেন তার বেশ কয়েক বছর লেগেছে সমস্ত ইকুইপমেন্টগুলো কিনতে। কারন একটাই। অর্থ। কিন্তু এই পরিস্থিতিটা বদলাতে শুরু করলো Android mobile বাজারে আসার পর। ২ মেগাপিক্সেল থেকে জার্নি শুরু করে আজ ১০৮ এ পৌঁছে গেছে মোবাইলের মেগাপিক্সেল যা  DSLR ক্যামেরাতেও পাওয়া যায় না। সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সেন্সর এর সাইজ ও কোয়ালিটি।  ফটোগ্রাফির জগতে রীতিমতো একটা বিপ্লব এনে ফেলেছে মোবাইল ফটোগ্রাফি। মিলিয়ে দিয়েছে সাধ আর সাধ্য কে। আসলে ফটোগ্রাফি আর কিছুই নয়, মানুষের তৃতীয় নয়ন যা বিশেষ কোনো মূহুর্ত বা ঘটনাকে পলকের মধ্যে বন্দী করে নেয়। এমন কোনো দৃশ্য যা আমরা আগে কোনোদিন দেখিনি কিংবা দেখে থাকলেও এরকম ভাবে দেখিনি। সুধীর শিব্রাম এর ভাষায় Wow factor,  যা আমাদের কে বাধ্য করে কোনো ছবির দিকে দুবার তাকাতে। 

তাইওয়ান ও কোরিয়ান কোম্পানিগুলো যখন মোবাইল তৈরি শুরু করে তারা অন্যতম প্রাধান্য দিয়েছিল মোবাইলের ক্যামেরার উপর। প্রত্যেক নতুন মডেলের ফোনের সাথে সাথে উন্নত হতে শুরু করে ক্যামেরার মান। ফলে প্রত্যেকটি ফটো হয়ে উঠল আরও উচ্চমানের ও আরও পরিষ্কার পরিচ্ছন্ন। এরপর আসি মোবাইল ফটোগ্রাফির সুবিধের কথায়।  কী কী সুবিধা পাওয়া যায়? উত্তর হল ; অগুন্তি। মোবাইল সবসময় সঙ্গে থাকে তাই যে কোনো মূহুর্ত ক্যাপচার করতে কোনো অসুবিধে নেই যা ক্যামেরা তে সম্ভব নয় কারন আমরা সবসময় ক্যামেরা নিয়ে ঘুরতে পারিনা। এরপর আসি ঠিক কোন ধরনের ফটোগ্রাফি করা যায় মোবাইল এ? 
সবধরনেরই ফটোগ্রাফি করা যায় মোবাইলে তবে যে ধরনের ফটোগ্রাফি তে মোবাইল, ক্যামেরাকে মাত দিচ্ছে তা হল ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি ও ম্যাক্রো ফটোগ্রাফি। Wide Angle lens থাকার কারণে মোবাইলে ল্যান্ডস্কেপ ফটোগ্রাফি খুব ভালো হয়। তবে macro ফটোগ্রাফি তে মোবাইল ই হয়ে উঠছে ফটোগ্রাফার দের অন্যতম অস্ত্র। কারন যেখানে DSLR এর macro lens কিনতে পড়ে যায় প্রায় দশ বিশ হাজার টাকা সেখানে মোবাইলের ম্যাক্রো লেন্স পাওয়া যায় মাত্র দুই, তিন হাজার টাকায়। এবং এর দৌড় এত বেশি যে ফটোগ্রাফির দুনিয়ায় প্রায়ই খবরে উঠে আসে মোবাইল ম্যাক্রোতে তোলা বিভিন্ন ছবি। 

তবে আজ আপনাদের দেখাবো মোবাইলে তোলা কিছু অসাধারণ street ও object ফটোগ্রাফি। ফটোগ্রাফার সৈয়দ স্নেহাংশু।অন্যরকম দৃষ্টিকোন, আলোছায়ার খেলা হল এই সব ফটোর ইউএসপি।

Post a Comment

3 Comments