জ্বলদর্চি

(Icarus) ইকারাস/ ঐন্দ্রিলা দাস


Icarus

Oindrila Das


For one last time,
Icarus flapped his wings.
He thought this fight will
Liberate him from Labyrinth.

For one last time,
Icarus dared to cross the sea.
He was warned neither be
Too low nor to be too high.

For one last time,
Icarus trusted his father.
Who made the wings
For his flight to be smoother.

For one last time,
Icarus cried for help.
Daedalus watched him falling
As those wax wings melted.

Poor Icarus flew too high.
He wanted to touch the Sun.
Poor Icarus wanted to cross his father.
He forgot those wings were not his own.
Poor Icarus hoped too much
He didn’t know that the creator
Doesn’t like such
Audacity to surpass.

Did Daedalus lament for his son?
Or did Icarus saw the rage in his father?
The myth says that
The abyss gulped him forever.


ইকারাস

ঐন্দ্রিলা দাস


শেষবারের মতো ইকারাস উড়তে চেয়েছিল,

তার মোমের দুটি ডানায়।

শেষবারের মতো ইকারাস ভরসা করেছিল,

তার পিতার কর্মদক্ষতায়।

শেষবারের মতো ইকারাস মুক্তি চেয়েছিল,

ক্রিটের গোলকধাঁধা হতে।

শেষবারের মতো সে স্পর্ধা দেখিয়েছিল,

একবারে সমুদ্রলঙ্ঘনে।


হায়, ইকারাস বুঝিবা ভুলেছিলে সে অমোঘ নির্দেশ;

‘উড়ো না সুউচ্চে, যেও না সুগভীরে।‘

হায় ইকারাস স্পর্ধা ছিল তোমার ঘাত;

প্রতি ঘাতে উড়েছিলে উচ্চে, আরও ওপরে।

হয়তো তুমি ভালবেসেছিলে মুক্তির প্রভাত।

বুঝিবা তোমার মন বাঁধা পড়েছিল সোনার সূর্যে।


ইকারাস তুমি ছুঁতে চেয়েছিলে অসীমকে,

হয়তো বাসনা ছিল পেরিয়ে যাবে একদা

পিতার নিষেধ গণ্ডির সীমানাকে।

ইকারাস তোমার ভরসা ছিল ঐ দুটি মোমের ডানায়;

ওরা ছিল না তোমার আয়ত্তে।

সৃষ্টিকর্তাও শিহরিত হন কখনো, অতিক্রমের ধৃষ্টতায়।


গল্পে বলে, ইকারাস পায়নি তার কাঙ্খিত মুক্তি;

মোমের ডানা গলে যায় মধ্যগগনে।

সেটা উত্তাপে না উচ্চাকাঙ্খায়, কে জানে!

পতনকালে বালক আর্তনাদে শেষবার ডেকেছিল নিজের পিতাকে।

আচ্ছা, ডায়ডালাস কি কেঁদেছিল পুত্রশোকে?

নাকি ইকারাস দেখেছিল ক্রোধ, আপন পিতার চোখে?

গল্পে বলে ইকারাস হারিয়ে যায় চিরতরে সমুদ্রতলে।


Post a Comment

0 Comments