জ্বলদর্চি

একটা নদী সবার কাছে

  ফোটোগ্রাফি- সৈয়দ স্নেহাংশু   


একটা নদী সবার কাছে

গৌ ত ম  বা ড় ই 


এই চরাচর ভূমিষ্ট জীবন থাকে সবার গল্পকথা
একটা নদী জড়িয়ে থাকে সারাজীবন
সবার সাথে এই জীবন বাঁকে

যেমন তেমন একটি গাছ
একটি আকাশ একটি চাঁদ
বসত বাড়ি স্মৃতিকথা হারিয়ে যাওয়া
জোনাক জ্বলা সারারাত

সেই মেয়েটি নদীর বাঁকে একলা কাঁদে
সেই ছেলেটি পাহাড়তলীর নিরিবিলি
একলা হাওয়া বলছে কথা টিপ্পনী
ঊর্ণাজাল খামচে ধরে ভোরবেলা

সাঁঝবাতি কি সন্ধ্যাতারায় মেশে
ঘামফুটকি ফুটতে ফুটতে গলগলিয়ে
পৃথুল পাথর জগদ্দল অবিচল
উপলগুঁড়ো বালির চর
নির্মোক তার তলদেশ স্বপ্নছেঁড়া
শাল সেগুনে বসন্তরাগ ফাগুনবেলা

আকাশতারা রাতপাহাড়ে স্বজনহারা
ধ্রুবতারা হারিয়ে ফেলা নদী জীবন
সবার নদী মনের কাছে মিশেল রঙ
রামধনুর সেই বিকেলবেলা রূপকথা

সবার জীবন এক নদীর কথা লক্ষবার
বসতবাড়ি বাস্তুসাপ কুহকডাকে
সেই মেয়েটি দূরের পথে দিচ্ছে পাড়ি
এই মেয়েটি এই ঘরেতেই গড়ছে বাড়ি
নদী আঁকছে পথ গতি ভাঙছে পাড়
পাড় ভাঙতেই নিকটজন রাতপাহারা

নদীর পাড়েই জীবন পোড়ায় কাঁদছে চোখ
খিদে নিয়েই দিচ্ছে পাড়ি তেপান্তর
মুখের কথা কাড়ছে দেখো অযুত বিযুত
লক্ষকোটির কত মুখোশ
হাত ধুয়ে নে পৃথিবীর মস্ত অসুখ

একটা বেদম নদীর গল্প
একটা আদিম নারীর গল্প
একটা হৃদয়ছোঁয়া বসতবাড়ি
একটা রাত বিরেতে কত আপনজন
প্রত্যেকেরই হৃদয় ফুঁড়ে লুকিয়ে থাকে
নদীর কাছে শিউলিফুলের একচালা

   ফোটোগ্রাফি- সৈয়দ স্নেহাংশু   


Post a Comment

0 Comments