
-----------------------------------------------------------
দি নে র শে ষে
১/৮/২০২০
১) ১০ বার অস্কারজয়ী ব্রিটিশ চিত্রনির্মাতা এলান পার্কার ৭৬ বছর বয়সে প্রয়াত হলেন।
২) কলকাতার মহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল প্রশিক্ষক হলেন ইয়ান ল!
৩) করোনা-র ব্যাপক সংক্রমণের ফলে আগামিকাল থেকে পুনরায় বেলুড় মঠ বন্ধ রাখার সিদ্ধান্ত!
৪) নেইমারের ক্লাব প্যারি সাঁ জাঁ (PSG) ফরাসি ফুটবলে ত্রিমুকুট(ফরাসি লিগ ওয়ান, ফরাসি কাপ, ফরাসি লিগ কাপ) জয় করল!
৫) আজ বিশ্বের সব থেকে পুরোনো ফুটবল ট্রফি এফ এ কাপের ফাইনালে মুখোমুখি লন্ডনের দুই প্রতিবেশী ক্লাব চেলসি ও আর্সেনাল!
৬) রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রীর ঘোষণা :- আগামী ৭ আগস্ট রাজ্যের জয়েন্ট এন্ট্রান্সের ফলপ্রকাশ!
৭) বাঁকুড়ার মল্লগড়ের রাজা সলিল সিংহ ঠাকুরের অস্বাভাবিক মৃত্যু!
৮) কলকাতার ইস্টবেঙ্গল ক্লাবের আজ গৌরবময় প্রতিষ্ঠা দিবস!
৯) ৬৪ বছর বয়সে সিঙ্গাপুরে প্রয়াত হলেন দীর্ঘদিনের রাজ্যসভার সাংসদ তথা সমাজবাদী পার্টির নেতা অমর সিং!
(বিঃদ্রঃ আমাদের দাবী-কবি ভারভারা রাও-এর মুক্তি চাই!)
-----------------------------------------------
একটু হাসুন
ক্যাবলার ফ্রেন্ড, ফিলজফার ও গাইড হল তার ঘেঁচুদা। তা সেদিন ঘেঁচুদা জানলা দিয়ে বলল: কিরে গারল, স্কুল বন্ধে পড়াশোনা তো শিকেয় তুলে দিয়েছিস?
ক্যাবলা : না, রোজ সকাল সন্ধে ছাড়াও স্কুলের সময় দুঘন্টা আরো পড়ি।
ঘেঁচুদা: বাঃ বেশ, আচ্ছা বলতো নিউটনের পরীক্ষা থেকে আমরা কি জানতে পারি?
ক্যাবলা : ঘরে বসে বসে পড়াশোনা না করে গাছতলায় বসে পড়াশোনা করা উচিত!!!!
----------------------------------------------------------
0 Comments