আ জ কে র দি ন
2 August 2020
বাংলায় --১৭ শ্রাবণ ১৪২৭ রবিবার
আজ, বেঙ্গল কেমিক্যালের প্রতিষ্ঠাতা প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মদিন। একজন বাঙালি রসায়নবিদ, শিক্ষক ও সাহিত্যিক। মার্কারি নাইট্রেট ইনি আবিষ্কার করেন।মাতৃভাষায় বিজ্ঞানচর্চা ও অনুরাগী ছিলেন।
আজ, ভারতীয় স্বশিক্ষিত ভাস্কর-শিল্পী রামকিঙ্কর বেজের প্রয়াণ দিবস। বাড়ির পাশে অনন্ত সূত্রধরের প্রতিমা গড়ার কাজে সাহায্য করতেন। সেই থেকে শিল্প চর্চা শুরু। শান্তিনিকেতনের কলাভবনে অয়েল পেন্টিং ইনি শুরু করেছিলেন। কচ ও দেবযানী, সাঁওতাল পরিবার, বাতিদান ইত্যাদি তাঁর বিখ্যাত সব শিল্পকর্ম।
আজ, টেলিফোনের আবিষ্কারক আলেকজান্ডার গ্রাহাম বেলের প্রয়াণ দিবস। যদিও উটকো ঝামেলা মনে করে তিনি তাঁর গবেষণাগার ও রিডিংরুমে কখনো টেলিফোন রাখতেন না। মানুষে মানুষে যোগাযোগের এমন পদ্ধতি যিনি আবিষ্কার করেছিলেন তাঁর মৃত্যুর পর তাঁকে সম্মান জানানোর জন্য মার্কিন প্রশাসন আমেরিকার সকল টেলিফোনে এক মিনিটের জন্য অবিরাম রিং বাজানোর ব্যবস্থা করে। তাঁর মা ও স্ত্রী বোবা ছিলেন বলে বোবাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য অনেক গবেষণা করেন।
১৮৫৮ সালে আজকের দিনে ব্রিটিশ ইষ্ট ইণ্ডিয়া কোম্পানীর কাছ থেকে ব্রিটিশ রাজতন্ত্র ভারতের শাসনভার গ্রহণ করেন ও ভারতে তাঁর প্রতিনিধি পদ ভাইসরয় নামে নামাঙ্কিত হয়।
মনীষী উবাচ :
মানুষ তার ভবিষ্যৎ পরিবর্তন করতে পারে না, কিন্তু অভ্যাস পরিবর্তন করতে পারে। অভ্যাসই মানুষের ভবিষ্যৎ পরিবর্তন করে দেয়।(এ. পি. জে. আবদুল কালাম)
---------------------------------------------------------সংকলক - রুম্পা প্রতিহার
---------------------------------------------------------
বি শে ষ ঘো ষ ণা
0 Comments