জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ১১ আগস্ট ২০২০


 দিনের শেষে  
১১/৮/২০২০


১) ইন্দোনেশিয়ার "মাউন্ত সিনাবাং" আগ্নেয়গিরি হঠাৎ সক্রিয়, আকাশ কালো ধোঁয়ায় ছেয়ে গেছে! ব্যপক পরিবেশ দূষণের সম্ভাবনা! 

২) দিল্লির সেনা হাসপাতালে আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি ভারতরত্ন প্রণব মুখার্জী সংকটজনক অবস্থায়! 

৩) পূবালি হাওয়া বইছে, অধীর অপেক্ষা ইলিশ ঝাঁকের! কাকদ্বীপের মৎস্যজীবীদের এই ধারণা! 

৪) বিশ্বের প্রথম করোনাভাইরাস টিকার অনুমোদন দিল রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রক,যা তৈরী করেছে মস্কোর গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট,এমনটিই জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন! 

৫) ইউরোপীয় ফুটবল লিগের শেষ চারে পৌঁছল ইতালি-র জায়ান্ট ইন্টার মিলান এবং ইংল্যান্ডের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড! 

৬) আমেরিকান একাডেমী অফ পেডিয়োট্রিকস এবং চিলড্রেন্স হসপিটাল এসোসিয়েশন যৌথভাবে জানিয়েছে যে স্কুল খুলতেই শেষ দুই সপ্তাহে আমেরিকায় শিশুদের মধ্যে করোনার সংক্রমণ প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে! 

৭) ভারতীয় মুদ্রায় ৬৭ কোটি টাকার মূল্যের "1600hp Bugatti centodieci" গাড়ি কিনলেন ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডো!

৮) আগামী ১৫ আগস্ট নিউ ইয়র্কের টাইম স্কোয়ারে উড়বে  ভারতের জাতীয় পতাকা, এই প্রথম! 

৯) মধুচক্রের সাথে জড়িত থাকার অভিযোগে চার সরকারি আধিকারিককে প্রাণদণ্ড দিলেন উত্তর কোরিয়া-র প্রেসিডেন্ট কিম্ জং উন(Kim jong-un)!

(বিঃদ্রঃ - চারিদিকে আওয়াজ উঠুক -"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
__________________________
একটু হাসুন

ঘেঁচুদার বাবার বয়স ৮০ বছর। তা সেদিন ভদ্রলোক গাছ থেকে খেজুর পাড়তে গিয়ে মাথা ফাটিয়েছেন। সবাই মিলে ধরাধরি করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মাথায় ব্যাণ্ডেজ করে ওষুধ লিখে ছেড়ে দিলেন।

খানিক পরে ঘেঁচুদা তার দলবল নিয়ে হাসপাতালে চড়াও হয়। সেই ডাক্তারবাবু  তখন রাউণ্ডে গেছেন। খুঁজে  বের করে বললেন : মাথা ফাটা রোগীকে গুড়াকৃমির ওষুধ? ইয়ার্কি করার জায়গা পাননি!

ডাক্তার: আমাদের ডাক্তারি শাস্ত্র বলে প্রতিটা রোগের গোড়া থেকে চিকিৎসা হওয়া  উচিত। গুঁড়া কৃমিতে না কামড়ালে এই বয়সে কেউ খেজুর  পারতে যায়!!
_____________________________
প্রকাশিতব্য

ন তু ন ধা রা বা হি ক  
 
 

Post a Comment

0 Comments