জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ১৬ আগস্ট ২০২০


১৬/৮/২০২০

১) BCCI-এর কাছে ধোনিভক্তদের একান্ত আবেদন :-
ধোনির ৭ নম্বরের নীল জার্সিরও অবসর ঘোষিত হোক। 

২) সাতের দশকে সুনীল গাভাসকারের ওপেনিং পার্টনার চেতন চৌহান প্রয়াত! 

৩) ক্যালিফোর্নিয়ার স্টেট এসেম্বলি ভারতীয় চলচ্চিত্রে অনন্য অবদানের জন্য মরণোত্তর সন্মান জানাল সুশান্ত সিং রাজপুত-কে!

৪) '৫২ সালের একুশে ফেব্রুয়ারির ভাষা আন্দোলনের সংগ্রামী সেনানী,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের প্রাক্তন অধ্যাপক মুর্তজা বশির প্রয়াত। 

৫) করোনা রুখতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী অভিনব ইলেকট্রনিক মাস্ক তৈরী করল। 

৬) সংবাদ সংস্থা "ইন্টারফ্যাক্স" জানিয়েছে যে কোভিড-১৯ ভ্যাকসিনের রোগের প্রথম ব্যাচের প্রতিষেধকের উৎপাদন শুরু করেছে রাশিয়া! 

৭) রিপোর্ট অনুযায়ী টিকটক ইন্ডিয়া-র শেয়ার কিনে নিতে পারে রিলায়েন্স! 

৮) দার্জিলিং মাউন্টেনিয়ারিং ইন্সটিটিউট চালু করল "Explore the Himalaya"-ক্যাম্পেন!

(বিঃদ্রঃ -দিকে দিকে আওয়াজ উঠুক -"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_________________________
 
একটু হাসুন

 ঘেঁচুদা হঠাৎ  বৌদিকে জড়িয়ে ধরে বলল: I love you।

বৌদি: কিন্ত আমি তোমায় এত ভালোবাসি যে তোমার জন্য পুরো পৃথিবীর সঙ্গে লড়তে পারি।

 দুঃখী মুখে ঘেঁচুদা বলল : তুমি তো দেখি সারাদিন আমার সঙ্গেই লড়াই করে চলেছো।

বৌদি :  তুমিই  যে আমার পুরো পৃথিবী!!!!
---------------------------------------------

প্রকাশিত হয়েছে আজ
কুইজ - ৩  
www.jaladarchi.com 

Post a Comment

0 Comments