
১৭/৮/২০২০
১) সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে যে মস্কোর গামালেয়া রিসার্চ ইনস্টিটিউটে প্রস্তুত করোনা প্রতিষেধক স্পুটনিক-ভি'র প্রথম ব্যাচ প্রস্তুত!
২) ৫০ বছর বয়সে চলে গেলেন "দৃশ্যম"-খ্যাত বলিউডি চিত্রপরিচালক নিশিকান্ত কামাত!
৩) আসন্ন আই লিগে নতুন কর্পোরেট দল দিল্লির সুদেভা এফ সি!
৪) সুদূর আমেরিকায় ৯০ বছর বয়সে চলে গেলেন ভারতীয় শাস্ত্রীয় সংগীতজগতের অন্যতম এক সম্পদ পন্ডিত যশরাজ!
৫) IPL-এর টাইটেল স্পনসরশিপের দৌড়ে সর্বাগ্রে রয়েছে TATA SONS!
৬) চালু হল "ভার্চুয়াল চিড়িয়াখানা"!পশ্চিমবঙ্গ বনদফতর সূত্রে খবর,প্রতিদিন সকাল ৯টা থেকে ১০টা এবং বিকেল ৩টে থেকে ৪টে ফেসবুকে লাইভ দেখা যাবে চিড়িয়াখানা!
৭) ৬৫ বছর বয়সে চলে গেলেন বাংলা সাহিত্যের বিশিষ্ট কবি অধ্যাপক বিমান মাহাতো!
৮) ইউ টিউবে মুক্ত শাহরুখ খানের নতুন ছবি "পাঠান"- এর ট্রেলারে ১০ হাজারেরও বেশী ডিসলাইক পড়ল!
৯) ভারতে অনলাইন ফার্মেসি চালু করল আমাজন!
(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
_________________________________
একটু হাসুন
বৌদি সবে সাতদিনের নার্সিং-ট্রেনিং নিয়ে বাড়ি ফিরেছে। ইতিমধ্যে ঘেঁচুদার প্রবল জ্বর। ডাক্তারবাবু দেখে শুনে বলল, আপনি যা ভয় পাচ্ছিলেন তা নয়। রেস্ট নিন বলে প্রেসক্রিপশনে ওষুধের নিচে লিখছিলেন—
ওয়ান ট্যাব বিডি এসি× টু উইক্স
আশাকরি ঠিক হয়ে যাবে।
বাড়িতে এসে কখন কি ওষুধ খেতে হবে তা বৌদির কাছে বুঝতে চাইলে, বৌদি বলল:
এসি চালিয়ে বিড়ি ধরিয়ে একটানা দুসপ্তাহ ট্যাব দেখ।
_____________________________________
আগামীকাল প্রকাশ পাবে
শ্রীঅরবিন্দ : স্বামী ও আসামী
মুক্তি দাশ
0 Comments