আ জ কে র দি ন
18 August 2020
বাংলায় ---- ১ ভাদ্র ১৪২৭ মঙ্গলবার
আজ, নজরুলের বন্ধু সাহিত্যিক পবিত্র গঙ্গোপাধ্যায়ের জন্মদিন। রবীন্দ্রনাথ তাঁর হাত দিয়ে ‘বসন্ত’ নজরুলকে পৌঁছে দিয়েছিলেন। 'চলমান জীবন' তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ।
আজ, শিক্ষক ও বাঙালি সমাজ সংস্কারক রামতনু লাহিড়ীর প্রয়াণ দিবস। ইনি জ্ঞানাণ্বেষণ সমিতির পুরোধা ব্যক্তি ছিলেন। তাঁর অন্যতম শিষ্য -পন্ডিত শিবনাথ শাস্ত্রী 'রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ' নামক গ্রন্থের নামকরণের মাধ্যমে গুরুকে স্মরণীয় করে রেখেছেন।
কথিত আছে, ১৯৪৫ সালে আজকের দিনে ভারতীয় জাতীয়তাবাদী নেতা সুভাষচন্দ্র বসুর তাইওয়ান বিমান দুর্ঘটনায় মারাত্মকভাবে পুড়ে গিয়ে দেহাবসান হয়।
১৮০০ সালে আজকের দিনে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। যদিও টিপু সুলতানকে পরাজিত করার গৌরব স্মৃতি অম্লান রাখতে প্রতিষ্ঠা দিবস রূপে ৪মে(পরাজয়ের দিনটি) দিনটি ঘোষিত ছিল।
আজ, চতুরঙ্গ পত্রিকার প্রতিষ্ঠাতা ও সম্পাদক হুমায়ুন কবিরের প্রয়াণ দিবস। দর্শন,সাহিত্য, সমাজতত্ত্ব নিয়ে বাংলা ও ইংরেজি ভাষায় তিনি বহু গ্রন্থ ও গবেষণামূলক প্রবন্ধ রচনা করেছেন।
আজ, সরলা দেবী চৌধুরানীর প্রয়াণ দিবস। ইনি প্রতাপাদিত্য উৎসব চালু করেছিলেন। ভারতীয় নারীদের উন্নয়নের স্বার্থে স্ত্রীশিক্ষা সহ অন্যান্য বিবিধ কর্মসূচি গ্রহণ করেছিলেন।
আজ, স্বনামধন্য হিন্দীভাষী কবি গুলজারের জন্মদিন। কিছু উর্দু গজলও লিখেছেন। ১৯৮৮ সালে "ইজাজাত" ছবিতে "মেরা কুছ সামান" গানটি রচনার জন্য তিনি জাতীয় পুরস্কার লাভ করেন। জন্মদিনে অভিনন্দন।
আজ, উনবিংশ শতাব্দীর বিখ্যাত ফরাসি ঔপন্যাসিক এবং নাট্যকার অনরে দ্য বালজাকের প্রয়াণ দিবস। তাঁর বিশাল কীর্তি La Comedie Humaine উপন্যাসে নেপোলিয়নের পতনের পর ফ্রান্সের জনগণের জীবনযাত্রার বাস্তবিক আখ্যান তুলে ধরা হয়েছে।
আজ, ভারতের গণনাট্য আন্দোলনের অন্যতম পুরোধা পুরুষ ও স্বনামধন্য রবীন্দ্রসংগীত সাধক দেবব্রত বিশ্বাসের প্রয়াণ দিবস। অনুরাগীমহলে জর্জ বিশ্বাস নামে বেশি পরিচিত।
মনীষী উবাচ :
মানুষের সঙ্গে মানুষভাবে আমাদের অবারিত গতিবিধি থাকিলে ঘরের বার্তা, সুখদুঃখের কথা, ছেলেপুলের খবর, প্রতিদিনের আলোচনা আমাদের পক্ষে সহজ ও সুখকর হয়।(রবীন্দ্রনাথ ঠাকুর)
________________________________
সংকলক - রুম্পা প্রতিহার
________________________________
আজ প্রকাশিত হল
শ্রীঅরবিন্দ : স্বামী ও আসামী
মুক্তি দাশ
0 Comments