জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন


১৮/৮/২০২০
***************

১) দেশের ২৫০টা স্টেশনে প্লাটফর্মের টিকিটের দাম একধাক্কায় ১০ টাকা থেকে ৫০ টাকা করল ভারতীয় রেল! 

২) মস্কোর গামালেয়া রিসার্চ ইনস্টিটিউট দাবী করল যে Sputnik-V নিরাপদ ও বহুদশক কার্য্যকরী! 

৩) এই মূহুর্তে দেশজুড়ে করোনা রোগের সুস্থতার হার ৭১.৯ শতাংশ! 

৪) আজ রাতে উয়েফা চ্যাম্পিয়নস লীগের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে জার্মানির RB Leipzig এবং ফ্রান্সের পি এস জি! 

৫) ২২২ কোটি টাকায় ২০২০ সালের আই পি এল-এর টাইটেল স্পনসরশিপ জিতে নিল Dream 11.

৬) দেশের নির্বাচন কমিশনারের পদ থেকে ইস্তফা  দিলেন অশোক লাভাসা! 

৭) বার্সেলোনা ফুটবল ক্লাবের প্রশিক্ষক হিসাবে নিযুক্ত হতে চলেছেন সংশ্লিষ্ট ক্লাবের প্রাক্তন ফুটবলার রোনাল্ড কোম্যান!

৮) বিশ্বের দ্বিতীয় করোনা টিকা হিসাবে Ad5-n COV'এর রেজিস্ট্রেশন করল চীনের ফার্মাসিউটিকাল সংস্থা CanSino! 

৯) ক্রীড়াক্ষেত্রে সর্বোচ্চ সন্মান  "রাজীব গান্ধী খেলরত্ন" পেতে চলেছেন ক্রিকেটার রোহিত শর্মা !

(দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
__________________________________

একটু হাসুন 

শিক্ষক: ইংরেজি 'ওয়াইফ ' শব্দটির উৎস  কে বলতে পারবে?

ক্যাবলা সবসময় অ্যাডভান্স। সোজা হাত ওপরে তুলে দিল। তাই বলার সু্যোগটা সে পেল।
বলল:  আসলে স্যার এটি দুটি শব্দের সন্ধিতে তৈরি। 

শিক্ষক: যা বলতে চাইছিস পরিষ্কার করে বুঝিয়ে বল।

ক্যাবলা: স্যার, আসলে ইংরেজরা তো খুব কেতাদুরস্ত জাত  তাই খুব কায়দা করে শব্দটি তৈরি  করেছে।

শিক্ষক: কায়দাটাই তো জানতে  চাইছি, গর্দভ।

ক্যাবলা: 'ওয়াইল্ড লাইফ ' শব্দ দুটির সন্ধিতে তৈরি  হয়েছে ওয়াইফ।

শিক্ষক: বাঁদর, মেরে বৃন্দাবন দেখিয়ে দেব... দাঁড়া!  দাঁড়া! মনে হচ্ছে তোর উত্তরটা সত্য হলেও হতে পারে....!!!
----------------------------------------------------
কাল প্রকাশ পাবে

শ্রীঅরবিন্দ : স্বামী ও আসামী পর্ব- ২
মুক্তি দাশ  
 

Post a Comment

0 Comments