জ্বলদর্চি

১৯ আগস্ট ২০২০

ফোটোগ্রাফি- সৈয়দ স্নেহাংশু   

আ জ  কে র  দি ন 


19 August 2020
বাংলায় ----- ২ ভাদ্র ১৪২৭ বুধবার 

আজ, বিশ্ব মানবিক দিবস।  মানবিক কারণে যে সমস্ত মানবিক কর্মী কাজ করে প্রাণ হারিয়েছেন তাদের স্বীকৃতি দিতে দিনটি উৎসর্গীকৃত।

আজ, World  Photography Day।বিশ্বব্যাপী মানুষজন যাতে তাদের অনুভূতিগুলি  ফটোগ্রাফির শিল্পের মাধ্যমে  প্রকাশ করতে পারে সে জন্য আজকের  দিনটি উদযাপিত হয়।

আজ, বাংলা গণনাট্য আন্দোলনের সময়ে বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার উৎপল দত্তের প্রয়াণ দিবস।তাঁর অভিনীত বিখ্যাত নাটকের মধ্যে রয়েছে টিনের তলোয়ার, মানুষের অধিকার ইত্যাদি। সত্যজিৎ রায়ের পরিচালনায় শতরঞ্জ কি খিলাড়ী, হীরক রাজার দেশে, জয় বাবা ফেলুনাথ এবং আগন্তুক সিনেমায় অভিনয় করেছেন। মননশীল ছবি ছাড়াও অজস্র বাণিজ্যিক বাংলা ছবিতেও অভিনয় করেছেন।

আজ, অরভিল রাইট -এর জন্মদিন।উড়োজাহাজের আবিষ্কর্তা হিসাবে পরিচিত রাইট ভাতৃদ্বয়ের ইনি একজন। জীবনকে তুচ্ছ জ্ঞান করে বিমান আবিষ্কার করে রাইট ভ্রাতৃদ্বয় ইতিহাসে অমর হয়ে আছেন।


মনীষী উবাচ :
একটা বিজ্ঞানসভা স্থাপন করা এক, আর দেশের লোকের চিত্তকে বিজ্ঞান শিক্ষায় নিবিষ্ট করা আর।(রবীন্দ্রনাথ ঠাকুর)
______________________________

আজ প্রকাশিত হল

শ্রীঅরবিন্দ : স্বামী ও আসামী পর্ব- ২
মুক্তি দাশ  

Post a Comment

0 Comments