জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ২২আগস্ট ২০২০


২২/৮/২০২০

১) আগামী সোমবার(২৪/৮) থেকে আবার খুলছে তারাপীঠ  মন্দির! 

২) এবারের দেশের সর্বোচ্চ ক্রীড়াসন্মান "রাজীব গান্ধী খেলরত্ন" পাচ্ছেন -১) এশিয়ান গেমসে সোনাজয়ী কুস্তিগীর ভিনেশ ফোগাট, ২) কমনওয়েলথ গেমসে সোনাজয়ী টেবিল টেনিস তারকা মণিকা বাত্রা, ৩) প্যারা  অলিম্পিকে সোনাজয়ী এথলিট মারিয়াপান থাঙ্গাভেলু, ৪) মহিলা হকি দলের অধিনায়ক রাণী রামপল এবং ৫) ক্রিকেটার রোহিত শর্মা! 

৩) দেশের নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত হলেন অর্থমন্ত্রকের প্রাক্তন সচিব রাজীব কুমার!

৪) বি সি সি আই(BCCI)-ও বেতন হ্রাস ও কর্মী ছাঁটাই-এর  পথে! 

৫) "তানাজি"-খ্যাত পরিচালক ওম রাউতের নির্দেশনায় "আদি পূরুষ"-ছবিতে রাম-এর ভূমিকায় অভিনয় করতে চলেছেন দক্ষিণী সুপারস্টার "বাহুবলী"-খ্যাত প্রভাস! 

৬) লকডাউনে কাজহারানো কর্মীদের ৩ মাসের বেতনের অর্ধেক বেকারভাতা হিসাবে দেওয়ার সিদ্ধান্ত কেন্দ্রের!

৭) ৪৪টি "বন্দে ভারত" ট্রেনের  চিনা টেন্ডার বাতিল করল কেন্দ্রীয় রেলমন্ত্রক। 

৮) ইতালি-র ইন্টার মিলান-কে ৩-২ গোলে হারিয়ে ৬ষ্ঠ বারের মতো ইউরোপা লিগ জিতল স্পেনের ক্লাব সেভিয়া! 

(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক "কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
----------------------------------------
একটু হাসুন

ক্যাবলা  প্রতিদিনই দেরি করে স্কুলে  পৌঁছায়। তা একদিন হেডস্যার জিজ্ঞাসা করল: ক্যাবলা  প্রতিদিন দেরির কারণ কি?

ক্যাবলা : কি করব স্যার, প্রতিদিনই স্কুলের সামনে  এসে দেখি সাইনবোর্ডে লেখা "আস্তে চলুন, সামনে  স্কুল"।

_____________________________

প্রকাশিতব্য
 
  

Post a Comment

0 Comments