জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন২৪ আগস্ট ২০২০

২৪/৮/২০২০

১) উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে পি এস জি-কে এক গোলে হারিয়ে ৬ষ্ঠ বারের জন্য চ্যাম্পিয়ন হল জার্মানির বায়ার্ন মিউনিখ। 

২) বঙ্গোপসাগরে তৈরী নিম্নচাপের জেরে কলকাতা এবং দক্ষিণের জেলাগুলিতে ব্যপক বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর! 

৩) NASA জানিয়েছে যে ধেয়ে আসা গ্রহাণু(2018 VP 1) পৃথিবীতে আছড়ে পড়তে পারে আগামী পয়লা নভেম্বর! (যদিও পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাবনা ০.৪১ শতাংশ!) 

৪) ওটিটি প্লাটফর্মে মুক্তি পেতে চলেছে স্বল্প দৈর্ঘ্যের ছবি পারমিতা মুন্সী পরিচালিত,মুখ্যত দেবলীনা দত্ত ও দেবদূত ঘোষ অভিনীত  "ভালবাসা পজিটিভ"!

৫) এফ আই ডি ই অনলাইন দাবা অলিম্পিয়াডে চিনকে ৪-২ ফলাফলে হারাল ভারতের প্রজ্ঞানানন্দ এবং দিব্যা দেশমুখ! 

৬) ডিজিটাল টেকনোলজি-তে পড়াশোনার উদ্যোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের! পড়ুয়াদের দেওয়া হবে মোবাইল ও ইন্টারনেট! 

৭) অমূল্য স্মৃতি নিয়ে হৃদয়ে রয়ে গেছেন,এমন বিশিষ্ট প্রয়াতগণের স্মৃতিচারণ সমৃদ্ধ "তারাদের শেষ তর্পণ" শীঘ্রই আসছে দূরদর্শনের পর্দায়,প্রযোজনায় উইন্ডোজ প্রোডাকশন হাউস এবং হইচই!

৮) জর্জ ফ্লয়েড-কান্ডের ছায়া:-
আমেরিকার উইসকনসিন প্রদেশের রাস্তায় জ্যাকব ব্লেক নামে নিরস্ত্র এক যুবককে লক্ষ্য করে একাধিকবার গুলি বর্ষণ এক মার্কিন পুলিশ আধিকারিকের! 

৯) পর্যটকদের জন্য পঞ্চবটী(বট,অশ্বত্থ,বেল,আমলকি,অশোক গাছ) খুলে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ বিশ্বভারতী কর্তৃপক্ষের! 
এখানে উল্লেখ্য, ১৩৩২ সালে রবিঠাকুরের ৬৫-তম জন্মদিবসে কবি নিজের হাতে পুঁতে ছিলেন এই ৫টি গাছ! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
______________________________________

একটু হাসুন

ক্যাবলা মামাবাড়ি  যাচ্ছিল। সঙ্গে ছিল এক প্যাকেট  চকলেট মামাবাড়ির ভাইবোনেদের জন্য। এদিকে ট্রেন তো আর চলতে চায় না। বিরক্ত হয়ে একের পর এক চকলেট খেয়ে যায়। তা দেখে বয়স্ক এক সহযাত্রী বলল: ও খোকা অত চকলেট  খেয়ো না। দাঁতে পোকা হবে।

ক্যাবলা  উত্তর দিল : আমার দাদু ১০৫ বছর  বেঁচে  ছিলেন।

বয়স্ক সহযাত্রী: কিভাবে?  চকলেট  খেয়ে?

ক্যাবলা : না, নিজের চরকায় তেল দিয়ে!!
-----------------------------------------------------------------
সংগ্রহে রাখুন

Post a Comment

2 Comments

  1. বাহ্ বেশ ভালো। প্রতিদিন পড়ি।

    ReplyDelete
  2. বাহ্ বেশ ভালো। প্রতিদিন পড়ি

    ReplyDelete