জ্বলদর্চি

দিনের শেষে, একটু হাসুন ৩০ আগস্ট ২০২০


৩০/৮/২০২০

১) লিভারপুল-কে হারিয়ে কমিউনিটি ফুটবল শিল্ড জিতে নিল আর্সেনাল ক্লাব! 

২) IPL-2020'তে অফিসিয়াল পার্টনার হল বেঙ্গালুরুর এডুকেশন টেক্ সংস্থা Unacademy! 

৩) ২৪ হাজার ৭১৩ কোটি টাকায় বিগবাজার-সহ Future group কিনে নিতে চলেছে Reliance group! 

৪) ভারতীয় দাবাড়ু কোনেরু হাম্পি Fide online Olympiad-এর ফাইনালে উঠলেন। 

৫) স্বশাসিত সংগঠন আফ্রিকা  রিজিওনাল সার্টিফিকেশন কমিশন পুরো আফ্রিকা মহাদেশকে পোলিওমুক্ত বলে ঘোষণা করল।

৬) ইন্ডিয়ান গ্রীণ বিল্ডিং কাউন্সিলের রেটিং-এ ১০০-র মধ্যে ৮২ নম্বর পেয়ে প্লাটিনাম স্থানাভূক্ত হল বাংলার নিউটাউন

৭) বার্নস্টেইনের এক রিপোর্টে  বলা হয়েছে যে ভারতের বাজারে অনুমোদিত করোনা-ভ্যাকসিন ২০২১ সালের প্রথম দিকে আসতে পারে। 

৮) দক্ষিণ চিন সাগরে রণতরী মোতায়েন করল ভারত! 

৯) আগামীকাল রাজ্য জুড়ে চলতি মাসের শেষ পূর্ণ লকডাউন! 

(বিঃদ্রঃ - দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
______________________________________
দিনের শেষে একটু হাসুন  

ঘেঁচুদা রোজ দুপুরে স্কুলের পাশেই একটা  রেস্টুরেন্টে টিফিন করে। তা  আজ সে পানুকে ডেকে দশ টাকা বকশিস  দেয়।পানুতো অবাক। জানতে চাইলে বলে এই প্রথম খাবারের দারুণ স্বাদ পেলাম রে।

পানু দৌড়ে রান্নাঘরে ঢুকে আবার বেরিয়ে এসে বলে --হায়! হায়! আপনাকে  ম্যানেজার  সাহেবের টিফিন টা দিয়ে দিয়েছি!!!!
-----------------------------------------------------------

প্রকাশিত
কুইজ - ৫
www.jaladarchi.com 
 

Post a Comment

0 Comments