দি নে র শেষে
৮/৮/২০২০
১) আগস্টের প্রথম ৬ দিনে ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ৩,২৮,৯০৩!
২) ICC-র ঘোষণা :-
আগামী বছর টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ভারতে অনুষ্ঠিত হবে।
৩) প্রভাত কুমার মুখোপাধ্যায়-এর গল্প "আদর" অবলম্বনে বাংলা ছবি করতে চলেছেন পরিচালক দেবদূত ঘোষ!
৪) মার্কিন ম্যাগাজিন "ফোর্বস"- এর সমীক্ষা অনুযায়ী ২০১৯ সালে বলিউডের সবথেকে ধনী অভিনেত্রী আলিয়া ভাট( আয়:৫৯.২১ কোটি টাকা)!
৫) "সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকনমি(CMIE)"-র সাপ্তাহিক রিপোর্ট অনুযায়ী দেশে কর্মসংস্থান পুনরুদ্ধারের হার খুবই মন্থর হয়ে পড়েছে! গত জুন মাসে হার ছিল ৬.৭ শতাংশ, জুলাই মাসে তা' কমে হয়েছে ১.৭ শতাংশ!
৬) রাশিয়ার আনাবার নদীর ধারে আলরোসার এবেলিয়াখ খনি থেকে উদ্ধার হয়েছে এক বৃহদাকারের হীরক খণ্ড, অনুমান করা হচ্ছে যে এর মূল্য কয়েকশো কোটি ডলার!
৭) এবারের উয়েফা চ্যাম্পিয়নস লিগ থেকে ছিটকে গেল ইউরোপীয় ফুটবলের দুই মহাশক্তিধর ক্লাব রিয়াল মাদ্রিদ ও জুভেন্তাস!
৮) ব্লুমবার্গ বিলিনিয়রসের তালিকায় ৫ম থেকে ৪র্থ স্থানে উঠে এলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ-এর কর্ণধার মুকেশ আম্বানি(সম্পত্তি: ৮০.৬ বিলিয়ন ডলার), শীর্ষে আমাজন-এর কর্ণধার জেফ বোজেস(সম্পত্তি:১৮৭ বিলিয়ন ডলার)!
৯) এখনও পর্যন্ত আই পি এল -এর স্পনসরশিপের দৌড়ে এগিয়ে জিও, বাইজুস এবং আমাজন!
(বিঃদ্রঃ - আসুন, সমস্বরে বলি-"কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
__________________________________
এ ক টু হা সু ন
লক ডাউনের বাজারে ঘেঁচুদার প্রচণ্ড জ্বর। বৌদি থার্মোমিটারে দেখল ১০২ ডিগ্রি। এ নিশ্চয়ই করোনা! ভয় পেয়ে সব গুলিয়ে সাথে সাথে ডাক্তারবাবুকে ফোন : হ্যালো ডাক্তার বাবু আমার স্বামীর ১২০ ডিগ্রি জ্বর!
ডাক্তার বাবু: তাহলে আমাকে না ফোন করে ফ্রায়ার বিগেডে ফোন করুন।
----------------------------------------------------
কাল প্রকাশ পাবে কুইজ - ২
0 Comments