জ্বলদর্চি

৯ আগস্ট ২০২০


আ জ কে র  দি ন 

9 August 2020

বাংলায় ---২৪শ্রাবণ ১৪২৭ রবিবার


১৯৪৫ সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের নাগাসাকি শহরে আমেরিকা কর্তৃক ফ্যাট ম্যান নামের পরমাণু বোমা ফেলা হয়। মানবজাতির  ইতিহাসে কলঙ্কিত এই দিনটি নাগাসাকি দিবস হিসেবে উদযাপন করা হয়। 

আজ, অগ্নিযুগের স্বাধীনতা সংগ্রামী ত্রৈলোক্যনাথ চক্রবর্তীর প্রয়াণ দিবস। ঢাকা অনুশীলন  সমিতি থেকে শুরু  করে নেতাজির রামপুরা কংগ্রেস হয়ে ভারত ছাড় আন্দোলন ইত্যাদি  কর্মকাণ্ডের সঙ্গে জড়িত  ছিলেন।

আজ, আন্তর্জাতিক আদিবাসী  দিবস। বিশ্বব্যাপী আদিবাসী জনগণ তাদের নিজস্ব সাংস্কৃতিক পরিচয়, ভূমির অধিকার, আঞ্চলিক অধিকার, প্রাকৃতিক সম্পদের অধিকার ও নাগরিক মর্যাদার স্বীকৃতির দাবীতে দিবসটি পালন করে।

আজ, সৈয়দ মর্তুজা আলীর প্রয়াণ দিবস। ইনি বাংলাদেশের সিলেটের ইতিহাস  নিয়ে গবেষণা  করেছেন।

আজ, জন ড্রাইডেনের জন্মদিন। ইংরেজ লেখক, কবি ও নাট্যকার ছিলেন।  তবে সাহিত্য  সমালোচক  হিসেবে  বিখ্যাত ছিলেন। Metaphysical poetry টার্ম টি ইনি প্রথম  ব্যবহার  করেন। বিখ্যাত নাটক All For Love।

আজ, রবার্ট  আর্চিবাড শ-এর জন্মদিন। ইনি ছিলেন একজন ইংরেজ অভিনেতা, ঔপন্যাসিক ও নাট্যকার। তিনি 'আ ম্যান ফর অল সিজনস্‌' চলচ্চিত্রে ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে একাডেমি পুরস্কার লাভ করেন।


মনীষী উবাচ :
দুঃখ যদি মাথায় ধরিস সে দুঃখ তোর সবেই সবে।(রবীন্দ্রনাথ ঠাকুর)
-----------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
-----------------------------------------------------

আজ জ্বলদর্চি কুইজ - ২
  

Post a Comment

0 Comments