জ্বলদর্চি

২১ আগস্ট ২০২০

আ জ কে র  দি  ন 

21 August 2020
বাংলায় ----- ৪ ভাদ্র ১৪২৭ শুক্রবার

আজ, সুব্রহ্মণ্যন চন্দ্রশেখর এর প্রয়াণ দিবস। ১৯৮৩ খ্রিস্টাব্দে তারার বিবর্তন এবং জীবন চক্র সম্বন্ধে গুরুত্বপূর্ণ আবিষ্কারের জন্য তাকে উইলিয়াম আলফ্রেড ফাউলারের সাথে যৌথভাবে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার প্রদান করা হয়।

১৯১১ সালে আজকের দিনে  লিওনার্দো দ্যা ভিঞ্চির  মোনালিসা ছবিটি ফান্সের ল্যুভর মিউজিয়াম থেকে চুরি  হয়ে যায়।

আজ, গুগল সার্চ ইঞ্জিনের অন্যতম প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনের জন্মদিন। ইনি মার্কিন কম্পিউটার বিজ্ঞানী ও ইন্টারনেট উদোক্তা।ইনি ল্যারি পেজের সাথে মিলিত হয়ে গুগল  সার্চ ইঞ্জিন তৈরি করেছেন।জন্মদিনে অভিনন্দন।

আজ, ওস্তাদ বিসমিল্লাহ  খান সাহেবের প্রয়াণ দিবস। সানাইকে উচ্চাঙ্গ সঙ্গীত বাদনের মর্যাদায় অধিষ্ঠিত করে ভারতের উচ্চাঙ্গ শাস্ত্রীয় সঙ্গীত জগতে এক অবিস্মরণীয় কৃতিত্ব স্থাপন করেছেন। সে কারণে ওস্তাদ উপাধিতে ভূষিত হয়েছেন। ২০০১ সালে ভারতরত্ন  সম্মানে সম্মানিত  হন।

মনীষী উবাচ :

যিনি আমার সমস্ত ভালোমন্দ, আমার সমস্ত অনুকূল ও প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, তাঁহাকেই আমার কাব্যে আমি ‘জীবনদেবতা' নাম দিয়াছি।(রবীন্দ্রনাথ ঠাকুর)
----------------------------------------------------------
সংকলক- রুম্পা প্রতিহার
---------------------------------------------------------- 
আজ প্রকাশিত হল  


Post a Comment

0 Comments