
দি নে র শে ষে
২০/৮/২০২০
১) উয়েফা চ্যাম্পিয়নস লীগের ফাইনালে মুখোমুখি ফ্রান্সের পি এস জি এবং জার্মানির বায়ার্ন মিউনিখ!
২) ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ(ICMR)-এর সাম্প্রতিক এক সমীক্ষা অনুযায়ী আগামী ৫ বছরে ভারতে আশংকাজনকভাবে ক্যান্সার আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাবে।
৩) স্বচ্ছতার নিরিখে দেশের শহরগুলোর উপর করা বার্ষিক সমীক্ষায় একটানা ৪র্থ বার সবথেকে পরিষ্কার শহরের তকমা পেল মধ্যপ্রদেশের ইন্দোর! ২য় ও ৩য় স্থানে যথাক্রমে গুজরাতের সুরাট এবং মহারাষ্ট্রের নভি মুম্বই!
৪) বিশ্বের সর্বোচ্চ মূর্তি(১৮২ মিটার উঁচু) স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের মূর্তি(STATUE OF UNITY)-র নিরাপত্তার ভার পড়ল CISF-এর উপর!
এম৫) বিক্রি কমে যাওয়ায় ভারত থেকে ব্যবসা গুটিয়ে নিতে চলেছে বিখ্যাত মোটরবাইক সংস্থা হার্লে ডেভিডসন!
৬) মুম্বই-এর ওয়াংখেড়ে স্টেডিয়ামের একটি বিশেষ আসন এম এস ধোনি-র নামে সংরক্ষিত রাখার পরিকল্পনা করা হচ্ছে।
৭) আগামী ৩০ আগস্ট রাত ৮টায় কার্পে ডিয়েম ডিজিটাল মাধ্যমে পরিবেশিত হতে চলেছে চিত্রপরিচালক অঞ্জন দত্ত-র "প্রিয় বন্ধু আবার"!
৮) যোধপুরের মিলিটারি হাসপাতালে তৈরী হল "মলিকিউলার বায়োলজি ল্যাবরেটরি"!
(বিঃদ্রঃ দিকে দিকে আওয়াজ উঠুক " কবি ভারভারা রাও-এর মুক্তি চাই"!)
____________________________
একটু হাসুন
ক্যাবলার বাবা শিক্ষক দিবসের দিন ক্যাবলাকে জিজ্ঞাসা করল, আচ্ছা বলতো তোর জীবনে শিক্ষকের স্থান কোথায়?
অম্লান বদনে ক্যাবলা বলল: আমার পিছনে।
বাবা : বাঁদর, দিন দিন এই শিখছো!!
ক্যাবলা : বাঃ, তুমিই তো বল তোর পিছনে এতগুলো শিক্ষক লাগালাম তা শেষে এই রেজাল্ট!!!
------------------------------------
আগামী কাল
0 Comments