আ জ কে র দি ন
14 August 2020
বাংলায় ---- ২৯ শ্রাবণ ১৪২৭ শুক্রবার
১৯৪৭ সালে আজকের দিনে ভারত যুক্তরাষ্ট্র ভেঙে পাকিস্তান ও ভারত নামে দুটো সার্বভৌম রাষ্ট্রের জন্ম হয়েছিল।
১৯৪৫ সালে আজকের দিনে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে জাপান রাশিয়ার কাছে নিঃশর্ত আত্মসমর্পণ করেছিল।
১৮৬২ সালে আজকের দিনে ভারতের অন্যতম প্রাচীন উচ্চ আদালত বোম্বাই হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল।
আজ, জার্মান নাট্যকার বের্টল্ট ব্রেখট -এর প্রয়াণ দিবস। The Threepenny Opera,
Life of Galileo, Mother Courage and Her Children ইত্যাদি তাঁর লেখা গ্রন্থ।
আজ, নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ লেখক ও নাট্যকার জন গলসওয়ার্দির জন্মদিন। ১৯৩২ সালে নোবেল পান। আত্মসমালোচনা দিয়ে লেখালেখির শুরু। মূল্যবোধ নিয়ে লেখা তাঁর উপন্যাস ‘দ্য ফোরসাইট সাগা’ তাঁর শ্রেষ্ঠ রচনা।
মনীষী উবাচ :
নিজের উদ্যম ও শক্তিতে নিজেকে মুক্ত না করিলে অন্যে মুক্তি দিতে পারে না। (রবীন্দ্রনাথ ঠাকুর)
-----------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
-----------------------------------------------
আজ প্রকাশিত হবে।
1 Comments
পদার্থ বিজ্ঞানী টি ভি রামকৃষ্ণন এবং লেখক কুলদীপ নায়ারের জন্মদিন।
ReplyDeleteবিশ্ব টিকটিকি দিবস হিসেবেও আজকের দিনটা পালিত হয়।