আ জ কে র দি ন
7 August 2020
বাংলায় -- ২২শে শ্রাবণ ১৪২৭ শুক্রবার
আজ, বিশ্ববন্দিত ও বিশ্বনন্দিত রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। আজ শ্রদ্ধার সঙ্গে বাঙালি তাঁকে স্মরণ করে।
আজ, অবনীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন।ভারতীয় চিত্রশিল্পী ও সাহিত্যিক। চতুর্ভুজা ভারতমাতা, বুদ্ধ ও সুজাতা, ওমর খৈয়াম ইত্যাদি তাঁর আঁকা চিত্রশিল্প। ক্ষীরের পুতুল, বুড়ো আংলা, ভূতপতরীর দেশ ইত্যাদি শিশুপাঠ্য গল্প তাঁর লেখা।
আজ, রামরাম বসুর প্রয়াণ দিবস। বাংলা গদ্য সাহিত্যের আদি যুগের লেখক। ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন। তাঁর রচিত 'রাজা প্রতাপাদিত্য চরিত' বইটি বাঙালির লেখা প্রথম বাংলা মৌলিক গদ্যগ্রন্থ ও ছাপাখানায় মুদ্রিত প্রথম বই।
আজ, কবি সরোজ দত্তের প্রয়াণ দিবস।বামপন্থী রাজনীতিবিদ ও সাহিত্যিক। অতি আধুনিক বাংলা কবিতা সম্বন্ধে তাঁর নিবন্ধগুলি সাহিত্যে মহলে আলোড়ন তুলেছিল। তিনি রোমা রঁলার আত্মজীবনী 'শিল্পীর নবজন্ম' নামে অনুবাদ করেন।
মনীষী উবাচ :
সংসারে কোনো কাজেই যে হতভাগ্যের বুদ্ধি খেলে না, সে নিশ্চয়ই বই লিখিবে।(রবীন্দ্রনাথ ঠাকুর)
--------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
---------------------------------------------
প্রকাশিত হল
বিশেষ সংখ্যা ও আড্ডা ভিডিও
1 Comments
২২শে শ্রাবন কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মদিবস। ইংরেজি হিসেবে যদিও ১৫ই আগষ্ট।
ReplyDelete