
আ জ কে র দি ন
10 August 2020
বাংলায় ---- ২৫ শ্রাবণ সোমবার
১৬৭৫ সালে আজকের দিনে ইংল্যান্ডের লন্ডনে রয়্যাল গ্রিনিচ অবজারভেটরের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল। এর মধ্য দিয়েই মূল মধ্যরেখা চলে গেছে। যা গ্রীনিচ মীন টাইম নির্দেশিত করে।
আজ, ভারতের প্রখ্যাত সংগীতজ্ঞ বিষ্ণুনারায়ণ ভাতখণ্ডের জন্মদিন। ইনি ভারতীয় শাস্ত্রীয় সংগীতের প্রথিতযশা পণ্ডিত ছিলেন।
আজ, National Lazy Day। প্রতিদিন অলস হতে উৎসাহিত নয়, সকলের একদিন দরকার —যেদিন আমাদের থামার প্রয়োজন, মাথা পরিষ্কারের প্রয়োজন, আমাদের শরীরকে পুনরায় পূরণ করার সুযোগ করে দেওয়ার প্রয়োজন। সেই জন্য আজকের দিনের উদযাপন।
মনীষী উবাচ :
দিনের আলোককে আমরা কাজের প্রয়োজনের চেয়ে আরো বড়ো করিয়া দেখিতে পারি, সে হইতেছে জাগার প্রয়োজন। (রবীন্দ্রনাথ ঠাকুর)
--------------------------------------------------
সংকলক - রুম্পা প্রতিহার
--------------------------------------------------
লকডাউনে হাঁপিয়ে উঠছে কিশোরকিশোরী! বিশেষ করে তাদের জন্য। প্রকাশিত হল জ্বলদর্চি কুইজ - ২
এবং গত সপ্তাহের সফল প্রতিযোগীদের নাম। ক্লিক করে উত্তর জানান এখুনি।
0 Comments